ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িয়ে পাওয়া কামানের গোলা বিস্ফোরণে কিশোর নিহত

প্রকাশিত: ০৩:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬

কুড়িয়ে পাওয়া কামানের গোলা বিস্ফোরণে কিশোর নিহত

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২২ সেপ্টেম্বর ॥ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সেনাবাহিনীর সংরক্ষিত পাহাড়ী এলাকায় (ফায়ারিং রেঞ্জ) বৃহস্পতিবার সকালে কুড়িয়ে পাওয়া কামানের গোলা বিস্ফোরণে সুমন (১৪) নামে এক কিশোর ঘটনাস্থলে নিহত এবং অপর দুই কিশোর যথাক্রমে সুজন ও ইউছুপ আহত হয়। নিহত সুমনের লাশ হাটহাজারী থানা পুলিশ উদ্ধার করে এবং একই সাথে গোলার স্পিøন্টারবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় সুজন ও ইউছুপকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সংরক্ষিত এলাকা সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ হওয়াতে ঐ এলাকায় সর্বসাধারণের যাতায়াত নিষিদ্ধ থাকা সত্ত্বেও গ্রাম্য কিশোররা ফায়ারিং রেঞ্জে গিয়ে বিস্ফোরিত গোলার স্পিøন্টার কুড়িয়ে আনতে দেখা যায়। সেনাবাহিনীর প্রশিক্ষণ শেষে উক্ত তিন কিশোর স্পিøন্টার কুড়াতে গেলে অবিস্ফোরিত একটি গোলা খুঁজে পায়। পরে, তারা এ গোলা নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ বিস্ফোরিত হলে ঘটনাস্থলে সুমন প্রাণ হারায় এবং অপর দু’জন আহত হয়।
×