ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশী ফ্যাশন ॥ ফ্যাশনে চীনা নারীরা

প্রকাশিত: ০৩:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৬

বিদেশী ফ্যাশন ॥ ফ্যাশনে  চীনা নারীরা

শুধু ইলেকট্রনিক্স ডিভাইসই নয় চীনারা ফ্যাশনে বেশ সচেতন। প্রাচ্যের নারীরা লাবণ্য ও স্নিগ্ধতার জন্য বিশ্ববিখ্যাত। বর্তমানে সামাজিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনের কর্মজীবী নারীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তারা নারী প্রকৃতির চিরাচরিত কোমলতা বজায় রাখার সঙ্গে হাল ফ্যাশনের মধ্যে নিজেদের ব্যক্তিত্ব প্রকাশের চেষ্টাও করছেন। চীনের অসংখ্য কর্মজীবী নারী ফ্যাশনের পূজারিণী। তারা প্রচলিত পেশাগত পোশাক পরেন। তাঁদের রূপসজ্জা বাহুল্যবর্জিত। তারা চুল বাঁধার ধরন মাঝে মাঝে বদলে দেন এবং পছন্দসই রং দিয়ে তাদের চুল রং করে নেন। তাদের কেউ কেউ মুখশ্রী বৃদ্ধি করতে নিয়মিত বিউটি পার্লারে যান। কেউ কেউ বা ব্যায়ামাগারে গিয়ে সঙ্গীতের তালে তালে দেহ গঠনের ব্যায়াম করেন। ফ্যাশনের প্রধান উপাদান কী? এই প্রশ্নের রকমারি উত্তর শোনা যায়। তবে বোধহয় বিএমডব্লিউ গাড়ির এজেন্সির কান্ট্রি ডিরেক্টর লি ইংয়ের উত্তর সবচেয়ে গ্রহণযোগ্য। তাঁর মতে ফ্যাশনের সারমর্ম হলো আত্মবিশ্বাস। তিনি বলেছেন, আমি মনে করি, ফ্যাশন সচেতন নারী হতে চাইলে প্রথমে তার আত্মবিশ্বাস থাকতে হবে। মানুষের ফ্যাশন-পিপাসা সহজাত। সমাজে কাজ করে নারীদের সাধারণ দক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকা উচিত নয়। বরং তাদের প্রচ্ছন্ন শক্তি স্ফুরিত করে সমাজের সামনে নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব দেখাতে হবে। ফ্যাশন ডেস্ক
×