ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডে ধূমপায়ীর সংখ্যা হ্রাসে রেকর্ড

প্রকাশিত: ০৩:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ইংল্যান্ডে ধূমপায়ীর সংখ্যা হ্রাসে রেকর্ড

ইংল্যান্ডে ধূমপায়ীর সংখ্যা কমে সর্বনিম্ন মাত্রায় পৌঁছেছে। এখন প্রাপ্তবয়স্ক ছয়জনের মাত্র একজন ধূমপান করে। এ কারণে সম্প্রতি সিগারেট বিক্রিতে মন্দা বিরাজ করছে। খবর গার্ডিয়ানের। পাবলিক হেলথ ইংল্যান্ড সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে এখন প্রাপ্তবয়স্কদের মাত্র ১৬ দশমিক ৯ শতাংশ ধূমপান করে। এই সংস্থার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ই-সিগারেট, নিকোটিন প্যাচেস ও চুইংগামের ব্যাপক ব্যবহারে গত বছর পাঁচ লাখ ধূমপায়ীর বদ অভ্যাস ত্যাগে সহায়ক হয়, যা সর্বোচ্চ রেকর্ড। পরিসংখ্যানে দেখা গেছে, ধূমপানের বিস্তার গত ৫০ বছরে অব্যাহত ও নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে, যা প্রায় দুই-তৃতীয়াংশ। ১৯৭৪ সালে ব্রিটেনের ৫০ শতাংশের বেশি পুরুষ ধূমপায়ী ছিল। ২০১৫ সালে তা ঠেকেছে মাত্র ১৯ দশমিক ১ শতাংশে। একইভাবে ১৯৭৪ সালে ৪০ শতাংশের বেশি নারী ধূমপান করত। যা গত বছর ১৪ দশমিক ৯ শতাংশে ঠেকেছে। ইংল্যান্ডে এখন মাত্র ৭২ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান করে। এই প্রথম বারের মতো দেশটির ধূমপায়ীর সংখ্যা ১৭ শতাংশের নিচে নেমে গেছে।
×