ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা পাল্টাল

প্রকাশিত: ০৩:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ভারতের প্রধানমন্ত্রীর  বাসভবনের ঠিকানা পাল্টাল

ভারতের প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন ৭ রেসকোর্স রোডের নাম বুধবার পাল্টে হয়েছে ৭ লোক কল্যাণ মার্গ। রাস্তার নাম পাল্টানোর জন্য কয়েক দিন ধরেই সক্রিয় ছিলেন বিজেপির নয়াদিল্লীর পার্লামেন্ট সদস্য মিনাক্ষী লেখি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। মিনাক্ষী লেখি ‘রেসকোর্স’ শব্দটি ভারতীয় ‘সংস্কৃতি’র সঙ্গে খাপ খায় না বলে অভিযোগ করে রাস্তাটির নাম ‘একাত্ম মার্গ’ রাখার প্রস্তাব দেন। সঙ্ঘ পরিবারের তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবর্ষে তার প্রচারিত মানবতাবাদ, যাকে ‘একাত্ম মানব’ বলা হয়, তাকে স্মরণ করতেই এ সুপারিশ করেন মিনাক্ষী। তার যুক্তি ছিল- এর ফলে দীনদয়ালের আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া যাবে। রেসকোর্স রোডটি নয়াদিল্লী সিটি কর্পোরেশনের আওতায়। তাই নাম পাল্টাতে গেলে সিদ্ধান্ত নিতে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে বৈঠকে ‘একাত্ম মার্গ’ বাদ দিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের রাস্তার নাম ‘লোক কল্যাণ মার্গ’ করা হয়। কেজরিওয়াল মিনাক্ষী লেখিকে পাশে রেখেই রাস্তার নাম ঘোষণা করেন। আর রাজনীতির উর্ধে উঠে নাম বদলের জন্য কেজরিওয়ালেরও প্রশংসা করেন লেখি। ইন্দিরা গান্ধী হত্যার পর থেকে সাত নম্বর রেসকোর্স রোডে বসবাস করতে শুরু করেন রাজীব গান্ধী। তারপর বিশ্বনাথ প্রতাপ সিংয়ের শাসনামলে সিদ্ধান্ত হয়Ñ এটিই প্রধানমন্ত্রীর বাসভবন। দিল্লীতে রেসকোর্সের ঠিক উল্টোদিকে এ রোডটি তখন থেকেই জনসাধারণের চলাচলের বাইরে রাখা হয়। কেননা এলাকাটিতে প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
×