ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রীয় খরচে ৫ আসামির পক্ষে আইনজীবী নিয়োগ

প্রকাশিত: ০০:০৪, ২২ সেপ্টেম্বর ২০১৬

রাষ্ট্রীয় খরচে ৫ আসামির পক্ষে আইনজীবী নিয়োগ

স্টাফ রিপোর্টার॥ একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার পলাতক ৫ আসামির পক্ষে মামলা পরিচালনার জন্য এ্যাডভোকেট গাজী এমএইচ তামিমকে রাষ্ট্রীয় খরচে আইনজীবী হিসেবে নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একইসঙ্গে আদালত এই মামলায় আব্দুর রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ৩০ নবেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। ছয় আসামির মধ্যে কারাগারে আছেন আব্দুর রহমান। বাকি পাঁচজন পলাতক।আসামিরা হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা (৬৬), মো. আব্দুল খালেক তালুকদার(৬৭), মো. কবির খান (৭০), আব্দুর রহমান(৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন ওরফে রদ্দিন(৭০)।আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি। অপরদিকে আসামিপক্ষে ছিলেন গাজী এমএইচ তামিম।
×