ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে নতুন ৯ ব্রিজ খুলে দিয়েছে সম্ভাবনার দ্বার

প্রকাশিত: ২২:৩৫, ২২ সেপ্টেম্বর ২০১৬

শেরপুরে নতুন ৯ ব্রিজ খুলে দিয়েছে সম্ভাবনার দ্বার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় নবনির্মিত ৯টি ব্রিজ চালু হওয়ায় দীর্ঘ দুর্ভোগের লাঘব হয়েছে এলাকার হাজার হাজার মানুষের। সেইসাথে বৃদ্ধি পেয়েছে উন্নত ও সহজতর যাতায়াত সুবিধা। অন্যদিকে একই কারণে এলাকায় খুলে দিয়েছে সম্ভাবনার দ্বার। জানা যায়, সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার তাতিহাতি ইউনিয়নের গেরামারা-পুটল রাস্তার ওপর ২৪ লক্ষ ৯৮ হাজার ৩১৮ টাকা ব্যয়ে, কাকিলাকুড়া ইউনিয়নে বাঘহাতা-চিথলিয়াপাড়া রাস্তায় সাতবিলের খালের ওপর ৫৬ লক্ষ ৮৯ হাজার ১০৬ টাকা ব্যয়ে, রাণীশিমুল ইউনিয়নে হাতিবর কাইয়ুমের বাড়ির পিছনে খালের ওপর ৩২ লক্ষ ৫২ হাজার ৬৫০ টাকা ব্যয়ে ও হাতিবর-চক্রপুর রাস্তায় ওমর আলীর বাড়ির নিকট খালের ওপর ২৯ লক্ষ ২ হাজার টাকা ব্যয়ে পৃথক ৪টি ব্রিজনির্মাণ করা হয়। এছাড়া ঝিনাইগাতীর হাতিবান্ধা ইউনিয়নের গাড়িঘাট এলাকায় ২৩ লাখ টাকা ব্যয়ে ফুট ব্রিজ, ধানশাইল ইউনিয়নে দারিয়ারপাড় শাহাতি খালের উপর ৩১ লাখ টাকা ব্যয়ে, কাংশা ইউনিয়নের বাকাকুড়া পানবর রাস্তার উপর শিলজুরা খালের উপর ৩০ লাখ টাকা ব্যয়ে, কাংশা ইউনিয়নের ভাংরা ২১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ও নলকুড়া উইনিয়নের উত্তর ডেফলাই কাশেম আলীর বাড়ীর সামনে ২১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে পৃথক ৫টি ব্রিজ নির্মাণ করা হয়। সেতু নির্মিত হওয়ায় স্ব-স্ব এলাকার লোকজনের যাতায়াত ব্যবস্থা উন্নত ও সহজতর হয়েছে। একই সাথে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
×