ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যে কারণে শিশুর সৃজনশীলতা কমে‌

প্রকাশিত: ১৯:৩১, ২২ সেপ্টেম্বর ২০১৬

যে কারণে শিশুর সৃজনশীলতা কমে‌

অনলাইন ডেস্ক॥ ব্রিটেনের স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, ১৫ মিনিট টিভির সামনে বসলেই শিশুর সৃজনশীলতা অনেকটা নষ্ট হয়। তবে তা সাময়িকভাবে। কিন্তু টিভির দেখার পরিমাণ বাড়লে তা স্থায়ীভাবে শিশুদের কাজকর্মে প্রভাব ফেলে। গবেষকরা লক্ষ্য করেছেন, ১৫ মিনিট টিভি দেখার পর শিশুকে কোন ছবি আঁকতে দিলে সে নিজের প্রিয় কার্টুন চরিত্র আঁকার চেষ্টা করে। বা তাদের অদ্ভুত কাণ্ডকারখানা। নিজের মন থেকে কিছু আঁকতে পারে না। একইভাবে অনেকক্ষণ টিভি দেখলে শিশুটি নিজের মতো করে খেলতেও পারে না। কার্টুন বা টিভির চরিত্রদের মতোই হাবভাব করে। ও রকম করেই ছুটে বেড়ায়। তবে উপায়? গবেষকরা পরামর্শ দিয়েছেন, ছোট বেলা থেকেই শিশুকে পাজ্‌ল বা ছবির বই দিন। বড় হলে নিজে থেকেই তারা গল্পের বই পড়বে।
×