ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাড়ি হয়ে যাবে রোবট!

প্রকাশিত: ১৯:২৬, ২২ সেপ্টেম্বর ২০১৬

গাড়ি হয়ে যাবে রোবট!

অনলাইন ডেস্ক॥ হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ট্রান্সফর্মার’ সিরিজের একটি অংশে দেখানো হয়- চোখ ধাঁধাঁনো বিএমডব্লিউ দ্রুত বেগে ছুটে চলেছে। হঠাৎ সেই গাড়ি সোজা দাঁড়িয়ে দৈত্যকার রোবটের রূপ নেয়। এই অসম্ভবকে বাস্তবে নিয়ে আসলো তুরস্কের গাড়ি প্রস্তুতকারক সংস্থা লেটভিশন। গাড়িটির নাম রাখা হয়েছে লেট্রন্স। ট্রান্সফর্মারের মতো এই রোবট গাড়ি অবশ্য দৌড়াবে না। যুদ্ধও করবে না। কিন্তু সম্পূর্ণ রিমোটকন্ট্রোল-এ চালিত এই গাড়ির অংশগুলো ওলোটপালোট হয়ে রোবটের আকার নিতে পারবে। বিজমাত, আরগন, ওলফ্রাম, তন্তল— গাড়িটির এই চার ধরনের মডেল তৈরি করেছে সংস্থাটি। লেটভিশনের এই পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছে ইনটেল, মাইক্রোসফ্টের মতো সংস্থাও। সূত্র : আনন্দ বাজার
×