ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে দু’কোটি টাকার চামড়া মজুদ ॥ ভারতে পাচারের আশংকা

প্রকাশিত: ১৮:৩৯, ২২ সেপ্টেম্বর ২০১৬

ঈশ্বরদীতে দু’কোটি টাকার চামড়া মজুদ ॥ ভারতে পাচারের আশংকা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ দীর্ঘ বিশ বছর পর এবার ঈশ্বরদীর বুনিয়াদি চামড়া ব্যবসায়ীদের (আড়তদার) বাম্পার লাভের সম্ভাবনা দেখা দিয়েছে। গত প্রায় বিশ বছরের মধ্যে এবারের মত কমদামে কোরবাণীর গরু ও ছাগলের চামড়া কেনাবেচা করতে দেখা যায়নি। কোন কোন বছর ৩ হাজার টাকার গরু চামড়া ২৪’শ থেকে ২৬’শ টাকার মধ্যে এবং ছাগলের চামড়া ১৪০টাকা থেকে ১৬০ টাকার মধ্যে কেনাবেচা করতে দেখা গেছে। আবার কোন কোন বছর এর উল্টোটাও দেখা গেছে। ২৬’শ টাকার চামড়া ৩৫’শ থেকে ৪হাজার টাকা এবং ১৬০ টাকার চামড়া ২’শ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে। সরকার এবার ট্যানারী মালিকদের চাহিদামত ঋণও দিয়েছে। এ অবস্থায় বুনিয়াদি চামড়া ব্যবসায়ীরা (আড়তদার) এবার গরুর চামড়া পিস প্রতি ১২’শ থেকে ১৪’শ টাকা ও ছাগলের চামড়া ৫০ থেকে ৮০ টাকায় কিনেছেন। বুনিয়াদি ব্যবসায়ীরা বেশী লাভের আশায় কৌশলে কমদামে চামড়া কিনতে সক্ষম হলেও মৌসুমি ব্যবসায়ীরা কিছুটা চড়াদামে চামড়া কেনার পর কমদামে বিক্রি করতে বাধ্য হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন। বুনিয়াদি ব্যবসায়ীদের কেনা চামড়া অন্যান্য বারের ন্যায় বেশী দামে ট্যানারী মালিকদের কাছে বিক্রি করার সম্ভাবনা অনেক বেশী। কোন কারণে বেশী দামে বিক্রি করতে ব্যর্থ হলে ঈশ্বরদী অঞ্চলের চামড়া বেশীদামে চোরাইপথে ভারতে পাচারের সম্ভাবনাও রয়েছে। বুনিয়াদি ব্যবসায়ীদের একটি সূত্র ও মৌসুমী ব্যবসায়ীদের দেওয়াতথ্যে এসব জানাগেছে। কয়েকজন আড়তদার এজেন্ট দাবি করেন, মৌসুমি ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক বেশি। একটি ছোট চামড়া দুই হাজার থেকে আড়াই হাজার টাকা দাবি করছেন তারা। এ জন্য তাদের সঙ্গে বনিবনা হচ্ছে না বলে অনেকেই লবন দিয়ে রেখেছেন বেশী দাম পাওয়ার আশায়।
×