ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবনের দস্যু দমনে র‌্যাবের বিশেষ অভিযান শুরু

প্রকাশিত: ১৮:২৫, ২২ সেপ্টেম্বর ২০১৬

সুন্দরবনের দস্যু দমনে র‌্যাবের বিশেষ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনের বনদস্যুতা দমন ও অপহৃত জেলেদের উদ্ধারে বুধবার রাত থেকে র‌্যাবের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। র‌্যাবের ৩০ সদস্যের একটি চৌকশ দল গতকাল বুধবার সন্ধ্যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকা থেকে এই অভিযান শুরু করেছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা, চাঁদপাই ও পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন পয়েন্টে সপ্তাহব্যাপী র‌্যাবের এই অভিযান চলবে। এছাড়া র‌্যাবের ৩০ সদস্য পৃথক তিনটি দলে ভাগ হয়ে একযোগে পূর্ব ও পশ্চিম সুন্দরবনের বনদস্যু অধ্যুসিত এলাকাগুলোতে অভিযান চালাবে। অভিযানে নেতৃত্বদানকারী এলিট ফোর্স র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর রাতে এতথ্য নিশ্চিত করেছেন। গত দু’সপ্তাহে সুন্দরবনের ৪টি রেঞ্জ জুড়েই বনদস্যু জাহাংগীর, সাগর ও নেয়া বাহিনীর সদস্যরা সুন্দরবন ও বঙ্গোপসাগরে বেশ কয়েক দফা মুক্তিপনের দাবীতে কমপক্ষে ৭৫ জন জেলেকে আপহরন করেছে। এসব বনদস্যু বাহিনীগুলো অপহৃত জেলেদের সুন্দরবনের গহীন অরণ্যে মুক্তিপন আদায়ের জন্য আটকে রেখেছে। এরই প্রেক্ষাপটে সুন্দরবনের সুন্দরবনের বনদস্যুতা দমন ও অপহৃত জেলেদের উদ্ধারে বুধবার রাত থেকে র‌্যাব শুরু করেছে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান। বনদস্যুদের জিম্মিদশা থেকে অপহৃত ওইসব জেলেদের যেকোনো ভাবে উদ্ধারই এই বিশেষ অভিযানের লক্ষ্য বলে র‌্যাব জানিয়েছে।
×