ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে মুন্সীগঞ্জের ব্যবসায়ী লাঞ্ছিত

প্রকাশিত: ০৯:০৭, ২২ সেপ্টেম্বর ২০১৬

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে মুন্সীগঞ্জের ব্যবসায়ী লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে মুন্সীগঞ্জের ব্যবসায়ী নবী হোসেন সুমন (৪৪) লাঞ্ছিত হয়েছেন। সাজা শেষ হওয়ার পরও অসুস্থ অবস্থায় জেলখানায় তার মামাতো ভাই শামীম শিকদার (২৩) বন্দী রয়েছে শুধুমাত্র একটি ট্রাভেল পাসের জন্য। শামীম শিকদার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতাকা গ্রামের জাহাঙ্গীর শিকদারের পুত্র। ভিসার মেয়াদ শেষ হওয়ায় গত ৭ মে তাকে মালয়েশিয়া পুলিশ গ্রেফতার করে এবং তিন মাস বিনাশ্রম সাজা দেয়। সাজা শেষ হওয়ার পর তার যাবতীয় কাগজপত্রসহ গত আগস্টের প্রথম সপ্তাহে মালয়েশিয়া ইমিগ্রেশনে করা হয় তাকে আইন অনুযায়ী বাংলাদেশে পরিবার পরিজনের ফেরত পাঠানোর জন্য। মালয়েশিয়া ইমিগ্রেশন এসব কাগজাদি পাঠায় বাংলাদেশ দূতাবাসে। কিন্তু দেড়মাসেও বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়া ইমিগ্রেশনকে ট্রাভেল পাস প্রেরণ করেনি। এদিকে কারাগারে বন্দী শামীম শিকদার অসুস্থ হয়ে পড়ে। এছাড়া তার পরিবার নানা রকমের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। এতে তার বাবাও অসুস্থ। এই পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাসরত হোটেল ব্যবসায়ী নবী হোসেন সুমন বিষয়টি নিয়ে বাংলাদেশ দূতাবাসে দফায় দফায় যোগাযোগ করেন।
×