ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেদারল্যান্ডসের বাণিজ্য ও উন্নয়নমন্ত্রী ২৮ সেপ্টেম্বর আসছেন

প্রকাশিত: ০৯:০৩, ২২ সেপ্টেম্বর ২০১৬

নেদারল্যান্ডসের বাণিজ্য ও উন্নয়নমন্ত্রী ২৮ সেপ্টেম্বর আসছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লাউমেন দুই দিনের সফরে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকা আসছেন। তিনি পোশাক শিল্প উন্নয়নে একটি সম্মেলনে যোগ দেবেন। এছাড়া পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। বুধবার ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়নমন্ত্রী আগামী ২৯ সেপ্টেম্বর পোশাক শিল্পখাতের টেকসই উন্নয়ন বিষয়ক একটি সম্মেলনে যোগ দেয়ার জন্য ঢাকায় আসছেন। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পখাতে আরও অংশীদারিত্ব বৃদ্ধি পাবে। এছাড়া তৈরি পোশাক শিল্পের ক্রেতা ও উৎপাদকদের মধ্যে পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ও নেদারল্যান্ডস দূতাবাস পোশাক শিল্পের মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পোশাক শিল্পের পরিবেশের মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিত, উৎপাদন বৃদ্ধি ইত্যাদি খাতে নেদারল্যান্ডস সরকার আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। পোশাক শিল্পের টেকসই উন্নয়নে আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকায় এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইন্টারন্যাশনাল এ্যাপারেল ফেডারেশন এই সম্মেলনের অন্যতম পৃষ্ঠপোষক। এই সম্মেলনের মাধ্যমে পোশাক শিল্পের ক্রেতা-বিক্রেতার মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান উপস্থিত থাকবেন। নেদারল্যান্ডস দূতাবাস জানিয়েছে, ঢাকা সফরকালে লিলিয়ান প্লাউমেন তাঁর সরকারের সহযোগিতায় পরিচালিত বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন। এর মধ্যে যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার ও বিবাহিত কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প অন্যতম।
×