ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শিশু খুন

প্রকাশিত: ০৮:৫৭, ২২ সেপ্টেম্বর ২০১৬

রাজধানীতে শিশু খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে নৃশংসভাবে খুন হয়েছে সাত বছরের শিশু আব্দুল্লাহ। শিশুটিকে আহত অবস্থায় শ্যামপুরের উজালা ম্যাচ ফ্যাক্টরির ভেতর থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার দুপুর দুটার দিকে ওই ম্যাচ ফ্যাক্টরি থেকে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। ভর্তি করা হয় ঢাকা মেডিক্যালে। এ সময় চিকিৎসকরা আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন হাসপাতাল। মর্গে নিহতের মা আয়েশা বেগম সাংবাদিকদের জানান, তারা শ্যামপুর আলীবহর এলাকায় ভাড়ায় বসবাস করেন। তিনি এলাকার একটি কমিউনিটি সেন্টারে কর্মরত। কাজ শেষে বাড়ি ফেরেন। ছেলেকে বাড়িতে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করছিলেন। এ সময় স্থানীয় এক মহিলা সেখানকার অন্য বাসিন্দাদের বরাত দিয়ে জানান, আব্দুল্লাহকে রক্তাক্ত অবস্থায় ম্যাচ ফ্যাক্টরির ভেতরে দেখা গেছে বলে তিনি শুনেছেন। আব্দুল্লাহর মা দ্রুত সেখানে ছুটে যান। কে বা কারা ছেলেকে নৃশংসভাবে খুন করেছে তা তার জানা নেই। নিহতের শরীরের মাথার বাঁম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত শিশুর পিতার নাম মোস্তফা মিয়া। বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের উপজেলার আন্ধারমানিক গ্রামে। কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, শিশুর পিতা পেশায় রিক্সাচালক। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকা-ের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
×