ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জেনেসিস থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন

প্রকাশিত: ০৭:২৫, ২২ সেপ্টেম্বর ২০১৬

জেনেসিস থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ নাট্য আন্দোলনের সৃজনশীল সংগঠন জেনেসিস থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ‘থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৬টায় এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিশু সাহিত্যিক ও সংগঠক রফিকুল হক দাদু ভাই, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পাদক (অর্থ) মীর জাহিদ হাসান, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, নজরুল সঙ্গীতশিল্পী ড. লীনা তাপসী, নাট্যজন আব্দুল আজিজ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পাদক (দফতর) খোরশেদুল আলম, নিদের্শক ও সাংবাদিক লুৎফুল আহসান বাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কথা শিল্পী ও শিশুসাহিত্যিক ফরিদা হোসেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাট্যজন শেখ আকরাম আলী সংবর্ধনা দেয়া হবে। পরে মাহফুজা আক্তারের প্রযোজনায় ও নূর হোসেন রানার রচনায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হওয়া জিনেসিস থিয়েটারের- ‘যুদ্ধে যাবো মা’, ‘গায়েন নজরুল’, ‘সীমান্তের ওপারে’ নাটকের বিশেষ প্রদর্শনী হবে। বৃন্দ আবৃত্তি পরিবেশন করবে ‘প্রাকৃতি ধারা’। সব শেষে নূর হোসেন রানা নির্দেশিত, জেনেসিস থিয়েটারের ‘শহীদ মিনার থেকে’ নাটকের মঞ্চায়ন হবে।
×