ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ‘মূর্তি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার

প্রকাশিত: ০৭:২৫, ২২ সেপ্টেম্বর ২০১৬

হবিগঞ্জে ‘মূর্তি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ ॥ ‘ছেলে ২১ আর মেয়ে ১৮ বছর পূর্ণতার আগে দাম্পত্য জীবন শুরুর ভাবনা নয়’ এমন সেøাগানে হবিগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে সমর্পণের উদ্যোগে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মূর্তি’। এটি তাদের তৃতীয় প্রযোজনা। পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র নিবেদিত ও তরুণ অভিনেতা সাইফুদ্দিন জাবেদের ব্যবস্থাপনায় নির্মিত ‘মূর্তি’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জেলা চেম্বার প্রেসিডেন্ট প্রবাসী মোতাচ্ছিরুল ইসলাম। ‘মূর্তি’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাবেয়া আক্তার ইতি, রাজু আহমেদ পাশা, সিএম রায়হান উজ্জ্বলসহ ৪১ শিল্পী। এ চলচ্চিত্রের প্রিমিয়ার উপলক্ষে সম্প্রতি হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসপি জয় দেব কুমার ভদ্র। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট আলহাজ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, ‘মূর্তি’ চলচ্চিত্রের পরিচালক সিএম রায়হান উজ্জ্বল ও ইফতেখার আহমেদ ফাগুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাঈফুদ্দিন জাবেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাহির ও এসপি জয় দেব কুমার ভদ্র বলেন, আমরা আশা করি জনসচেতনতা সৃষ্টিতে ‘মূর্তি’ চলচ্চিত্রটি বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের সভাপতি এসপি জয় দেব জানান, প্রদর্শনের জন্য ‘মূর্তি চলচ্চিত্রটি সিডি আকারে হবিগঞ্জের প্রতিটি উপজেলা-ইউনিয়ন চেয়ারম্যানদের হাতে পৌঁছে দেয়া হবে। গ্রামাঞ্চলে চলচ্চিত্রটি প্রদর্শন করে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্য জেলাতেও তা ছড়িয়ে দেয়া হবে। এদিকে এই পর্ব শেষে ‘মূর্তি’ চলচ্চিত্রটির অফিসিয়াল ব্যানারের পর্দা উন্মোচন করেন এমপি জাহির। পরে উপস্থিত দর্শকদের জন্য ‘মূর্তি’ প্রদর্শন করা হয়। এ সময় বিপুলসংখ্যক উৎসুক দর্শক চলচ্চিত্রটি উপভোগ করেন। তারা চলচ্চিত্রটির নির্মাণ শৈলী, বিষয়বস্তু ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেন।
×