ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীর্ষে বরুসিয়া, দুইয়ে সেভিয়া

প্রকাশিত: ০৭:২১, ২২ সেপ্টেম্বর ২০১৬

শীর্ষে বরুসিয়া, দুইয়ে সেভিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ বড় জয়ে জার্মান বুন্দেসলিগায় শীর্ষে উঠে এসেছে সাবেক চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাতে স্বাগতিক উলফসবার্গকে ৫-১ গোলে হারায় বরুসিয়া। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন পিয়েরে এমরিকে আউবামেয়াং। স্প্যানিশ লা লিগায় চমক দেখিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে সেভিয়া। পরশু রাতে সেভিয়া ১-০ গোলে হারায় রিয়াল বেটিসকে। অন্যদিকে ইতালিয়ান সিরি এ লীগে তৃতীয় স্থানে উঠে এসেছে এসি মিলান। কার্লোস বাক্কা ও এমবায়ে নিয়াংয়ের গোলে মিলান ২-০ গোলে হারায় ল্যাজিওকে। বুন্দেসলিগায় বুধবার রাতে খেলা ছিল বেয়ার্ন মিউনিখের। ওই ম্যাচের আগ পর্যন্ত চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুসিয়া। গত রাতের ম্যাচে না হারলেও অবশ্য শীর্ষস্থান ফিরে পাবে বেয়ার্ন মিউনিখ। কেননা তিন ম্যাচ শেষে তাদের ভা-ারেও জমা ৯ পয়েন্ট। অন্যদিকে স্প্যানিশ লা লিগায় পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে সেভিয়া। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। অবশ্য গত রাতে রিয়াল ও বার্সা তাদের নিজ নিজ ম্যাচ খেলেছে। জয় পেলে কাতালানরা তালিকার দুই নম্বর জায়গা ফিরে পাবে। আর রিয়াল জিতলে শীর্ষস্থান আরও পাকাপোক্ত হবে। আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার গাব্রিয়েল মারকাডোর গোলে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল বেটিসকে হারায় সেভিয়া। এটা সেভিয়ার হয়ে গাব্রিয়েলের প্রথম গোল। ম্যানচেস্টার সিটি থেকে ধারে খেলতে আসা মিডফিল্ডার সামির নাসরির ফ্রিকিক থেকে বল নিয়ে গোল করেন গাব্রিয়েল। এ জয়ের ফলে লা লিগায় সেভিয়া ডার্বিতে টানা চার বছরের জয়ের ধারা অব্যাহত রাখল ইউরোপা লীগ চ্যাম্পিয়নরা। ম্যাচের ৫১ মিনিটে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন ফুটবলার। এটি ছিল নিজেদের মাঠে জর্জ সাম্পাওলির দলের টানা তৃতীয় জয়। ম্যাচে পেশি শক্তির ব্যাপক ব্যাবহার সত্ত্বেও আক্রমণাত্মক মেজাজে অংশ নিয়ে জয়ের ধারা ধরে রাখতে সক্ষম হয় সেভিয়া। তবে ম্যাচে দুই দলের ৯ জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখতে হয়। ম্যাচের প্রথমার্ধের বিরতির ঠিক আগ মুহূর্তে ফাঁকায় বল পেয়েছিলেন নাসরি। কিন্তু গোল পোস্টের কাছে আসতেই বেটিসের গোলরক্ষক এ্যান্টনিও এডেন ও রক্ষণভাগের খেলোয়াড়রা ফরাসী তারকাকে রুখে দেন। গোল হজমের তিন মিনিট পরই সমতা সূচক গোল করেছিল বেটিস। যা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। যদিও অন্যায়ভাবে গোলটি বাতিল করা হয়েছে বলে অভিযোগ করে দলটি। লীগের আরেক ম্যাচে পিছিয়ে পড়ার পরও মালাগা ২-১ গোলে হারায় এইবারকে। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে গোল করে মালাগার প্রথম জয় নিশ্চিত করেন মরোক্কোর টিনএইজ ফরোয়ার্ড ইউসুফ এন-নেসরি। এর আগে ৪২ মিনিটে নোনোর দেয়া গোলে এগিয়ে যাওয়া এইবারকে দুই মিনিট পরই গোল করে সমতায় ফেরান স্যান্ড্রো রামিরেজ।
×