ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাওয়ার্ড পাওয়ায় জয়কে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

প্রকাশিত: ০৬:২৩, ২২ সেপ্টেম্বর ২০১৬

এ্যাওয়ার্ড পাওয়ায় জয়কে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড পাওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। স্টাফ রিপোর্টার জানান, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড’ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। মন্ত্রী বলেছেন, বর্তমান সরকারের ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১’ বাস্তবায়নে অনেক গুণে গুণান্বিত আইসিটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আরও বলেন, সজীব ওয়াজেদ জয়ের সুচিন্তিত ও সুদূরপ্রসারী ভাবনা, নেতৃত্ব এবং নানান উদ্যোগের ফলেই ‘ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১’ আজ বাস্তবে পরিণত হয়েছে। টেকসই উন্নয়নের জন্য প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে আইসিটি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি তিনি এদেশের তরুণ সমাজের কাছে রোল মডেলেও পরিণত হয়েছেন। মন্ত্রী তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এদিকে, দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখার জন্য এবং আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্তিতে সজীব ওয়াজেদ জয়কে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পরিবারের পক্ষ হতে ভাইস চ্যান্সেলর ড. মোঃ গোলাম শাহি আলম অভিনন্দন জানিয়েছেন। সজীব ওয়াজেদ জয় আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড’ লাভ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী ও লেখক এম. নজরুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্প গ্রহণের সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সব ধরনের প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ সরকার একের পর এক অভূতপূর্ব সাফল্য অর্জন করে চলেছে। এই সাফল্যে আইসিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। আর আইসিটি সেক্টরে দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়। ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গবর্নেন্স এ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ও যুক্তরাষ্ট্রের কানেটিকাটেরন নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এবার সজীব ওয়াজেদ জয়কে ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত করায় এই পুরস্কারের প্রবর্তকদের জানাচ্ছি অনেক ধন্যবাদ। এর আগে ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে তিনি ইয়াং গ্লোবাল লিডার’ এ্যাওয়ার্ড লাভ করেন।
×