ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী মেডিক্যাল এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ২৮ শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:২৩, ২২ সেপ্টেম্বর ২০১৬

সরকারী মেডিক্যাল এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ২৮ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার ॥ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষায় সরকারী মেডিক্যাল কলেজের প্রতিটি আসনের জন্য লড়বেন ২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। স্বাস্থ্য অধিদফতরের অধীন আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার জন্য গত ৩১ আগস্ট দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। গত বুধবার রাত ১২টা পর্যন্ত ছিল অনলাইনে আবেদনের শেষ সময়। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সরকারী-বেসরকারী মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বোচ্চ সংখ্যক ৯০ হাজার ৩৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। গত বছরের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৮৪ হাজার। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ আবদুর রশীদ বুধবার এ তথ্য জানান। গত বছর পর্যন্ত সরকারী বেসরকারী মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে একইদিন একই সময় অনুষ্ঠিত হলেও এবার মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা পৃথকভাবে গ্রহণের সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ৭ অক্টোবরের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও ভর্তি পরীক্ষার আবেদনকারীদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে বুধবার সকালে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) পরিচালকের সভাপতিত্বে বিভিন্ন সরকারী বেসরকারী মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞদের বৈঠক অনুষ্ঠিত হয়। মিরপুরে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টারের উদ্বোধন ৩০ অক্টোবর স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল পদ্ধতির আওতায় আসছে যানবাহনের ফিটনেস টেস্ট। এ লক্ষ্যে মিরপুরে স্থাপন করা হয়েছে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার বা ভিআইসি। আগামী ৩০ অক্টোবর ভিআইসি উদ্বোধনের মধ্যদিয়ে দেশের পরিবহন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বুধবার মিরপুরের বিআরটিএ অফিস আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী। এসময় সেবা গ্রহীতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মন্ত্রী বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের নানা অভাব, অভিযোগ শোনেন। সেবার মান বাড়াতে বিভিন্ন পরামর্শও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন মন্ত্রী। এসময় জনস্বার্থের কথা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক কিছু সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়া হয়।
×