ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আসছে ফোল্ডেবল ড্রোন

প্রকাশিত: ০৬:১২, ২২ সেপ্টেম্বর ২০১৬

আসছে ফোল্ডেবল ড্রোন

ফোল্ডেবল বা ভাঁজ করা যায় এমন ড্রোন উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। ড্রোনগুলোর নাম দেয়া হয়েছে কার্মা গ্রিপ। নাট খুলে ড্রোনগুলো চার বা পাঁচ ভাজ করে রাখা যাবে। গো প্রো কোম্পানি ক্যালিফোর্নিয়ায় এই ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। দুটি ব্যাটারির সাহায্যে পরিচাালিত কার্মা গ্রিপের মূল্য হবে ৮শ’ ডলার। তবে এগুলো বাজারে আসতে এখনও অনেক সময় প্রয়োজন। সাধারণ ব্যবহারকারীদের জন্য ড্রোন ডিজিআইয়ের ফ্যানটম ফোরের দাম ১ হাজার ১শ’ ডলার। সে তুলনায় কার্মা গ্রিমের দর কম হবে। ওজন হবে ২.২ পাউন্ড। তাই এটি সহজে পিঠে করে বহন করা যাবে। ঘণ্টায় ৩৫ মাইল বেগে উড়নক্ষম ড্রোনগুলো সাধারণভাবে ৩ হাজার ২৪০ ফুট ওপর দিয়ে উড়বে। তবে প্রয়োজনে এটিকে ১৪ হাজার ফুট উঁচুতে নিয়ে যাওয়া যাবে। এই ড্রোনে গো প্রো কোম্পানির ব্যবহার করা হয়েছে। খেলাধুলা, কৃষিকাজ, নির্মাণ ও জরিপ কাজ ছাড়া এ্যারিয়েল ভিউ তোলার জন্য এসব ড্রোন ব্যবহার করা হয়ে থাকে। গো প্রো কোম্পানির লক্ষ্য ড্রোনকে সাধারণ মানুষের আরও বেশি কাছাকাছি নিয়ে আসা। -টেক রিডার
×