ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব কারবিহীন দিবস

প্রকাশিত: ০৬:১১, ২২ সেপ্টেম্বর ২০১৬

বিশ্ব কারবিহীন দিবস

আজ বিশ্ব কারবিহীন দিবস। জীবাশ্ম জ্বালানির লাগাম ছাড়া ব্যবহারের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের মতো সঙ্কটের মুখোমুখি এখন বিশ্ববাসী। কলকারখানা ছাড়া আর যে উৎস থেকে সবচেয়ে বেশি কার্বন নির্গমন হয় তা হলো যানবাহন। একদিন কারে চড়া বন্ধ রেখে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর ব্যবহারের প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্য সামনে রেখে ২০০০ সাল থেকে দিবসটি পালিত হয়ে এসেছে। কারবিহীন দিবস পালনের ধারণাটি এখনও অনেকের কাছে নতুন। এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মুষ্ঠিমেয় নগরীতেই দিবসটি পালিত হয়ে থাকে। কার্বন নির্গমন ছাড়াও রাস্তায় যানজটের অন্যতম কারণ প্রাইভেটকার। তাই একটি দিন কার ব্যবহার না করলে যানজট কতটা কম হয় সে ব্যাপারে প্রত্যক্ষ ধারণা পাওয়া সম্ভব। দিবসটি পালনের আরেকটি তাৎপর্য হলো গণপরিবহন ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ানো। -হাফিংটন পোস্ট
×