ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

ময়মনসিংহের দুই রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রকাশিত: ০৬:০৯, ২২ সেপ্টেম্বর ২০১৬

ময়মনসিংহের দুই রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের শামসুল হোসেন তরফদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানির জন্য ২ নবেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দুই রাজাকারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২২ নবেম্বর দিন ধার্য করেছেন আদালত। অন্যদিকে কিশোরগঞ্জ ও ব্রাক্ষণবািড়য়ার দুই রাজাকার সৈয়দ মোঃ হোসাইন ও মোঃ মোসলেম প্রধানের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৪তম সাক্ষী আজিজুল হক জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়েছে। সাক্ষী তার জবানবন্দীতে বলেন, রাজাকার সৈয়দ মোঃ হোসাইন ও মোঃ মোসলেম প্রধানের নেতৃত্বে নিকলী বাজারে মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে গুলি করে হত্যা করা হয়। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশগুলো প্রদান করেছেন।মৌলভীবাজারের শামসুল হোসেন তরফদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানির জন্য ২ নবেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। শামসুল হোসেন তরফদার ছাড়া আসামিরা হলেন- মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। ওই পাঁচজনের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে। বাকিরা পালাতক রয়েছেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম। এর আগে গত ২৬ মে এই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। ২০১৬ সালের ২০ জানুয়ারি তদন্ত শেষ করে প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেন। ২০১৫ সালের ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ওইদিন বিকালেই রাজনগর উপজেলার গয়েশপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরী (৬০) মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভী ইউনুছ আহমদকে (৭০) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। চলতি বছরের ২০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ফুলবাড়ীয়ার দুই রাজাকার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দুই রাজাকারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২২ নবেম্বর দিন ধার্য করেছেন আদালত। দুই আসামির মধ্যে রিয়াজউদ্দিন ফকির (৬৫) কারাগারে। আরেক আসামি ওয়াজউদ্দিন (৭০) পলাতক। এর আগে এক আসামি আমজাদ আলী (৮৮) গ্রেফতারের পর সড়ক দুর্ঘটনায় মারা যান। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর হৃষিকেশ সাহা ও শেখ মোসফেক কবির। কিশোরগঞ্জের দুই রাজাকার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কিশোরগজ্ঞ ও ব্রাহ্মণবািড়য়ার দুই রাজাকার সৈয়দ মোঃ হোসাইন ও মোঃ মোসলেম প্রধানের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৪তম সাক্ষী আজিজুল হক জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়েছে। সাক্ষী তার জবানবন্দীতে বলেন, রাজাকার সৈয়দ মোঃ হোসাইন ও মোঃ মোসলেম প্রধানের নেতৃত্বে নিকলী বাজারে মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে গুলি করে হত্যা করা হয়। সাক্ষীকে জবানবন্দীতে সহায়তা করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার।
×