ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিল্পকলা একাডেমিতে তিন নাটকের প্রদর্শনী

প্রকাশিত: ০৬:০৯, ২২ সেপ্টেম্বর ২০১৬

শিল্পকলা একাডেমিতে তিন নাটকের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ শিল্পকলা একাডেমিতে বুধবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় তিনটি নাটক। একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর ‘হাফ আখড়াই’, স্টুডিও থিয়েটার হলে অবয়ব নাট্যদলের ‘ফেরিওয়ালা’ এবং মূল মিলনায়তনে নাট্যধারার ‘অতীশ দীপঙ্কর সপর্যা’। উদীচীর দর্শকনন্দিত নাটক ‘হাফ আখড়াই’ রচনা করেছেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী এবং পরিচালনা করেছেন আজাদ আবুল কালাম। নাটকটির গল্প উনিশ শতকের গোড়ার দিকে বাংলা টপ্পা গানের একটি দলকে ঘিরে। ব্রিটিশবিরোধী আন্দোলন, নারীর প্রতি সে সময়ের সমাজের দৃষ্টিভঙ্গি, ধনী-গরিব বৈষম্য প্রভৃতি বিষয়ই এ নাটকটির মূল প্রতিপাদ্য। ১৮০৪ সালে বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত কলকাতায় প্রতিষ্ঠা করেন আখড়াই। নিজস্ব পদ্ধতিতে সঙ্গীত শিক্ষা প্রচলনের মাধ্যমে দ্রুতই কলকাতার অভিজাত শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কিন্তু বয়সের ভারে শিষ্য মোহনচাঁদের কাছে শিক্ষাগুরুর দায়িত্ব হস্তান্তরের পরই ধীরে ধীরে পাল্টাতে থাকে তাঁর প্রতিষ্ঠিত আখড়াইয়ের চেহারা। গুরু-শিষ্যের দ্বন্দ্বের এক পর্যায়ে মোহনচাঁদ গঠন করেন আলাদা দল, যার নাম হয় ‘হাফ আখড়াই’। এ দ্বন্দ্বই অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‘হাফ আখড়াই’ নাটকে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিফাত হোসেন, মাসুমুর রহমান, আইনুল ইসলাম তপন, নাজমুল হক বাবু, আলমগীর হোসেন প্রমুখ। স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ অবয়ব নাট্যদলের ‘ফেরিওয়ালা’ নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান দুলাল এবং নির্দেশনায় দিয়েছেন শহিদুল হক খান শ্যানন। ুডিবিসি চ্যানেলের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু ॥ বাংলাদেশে প্রথম ২৪ ঘণ্টা সরাসরি সংবাদ প্রচারের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করল ঢাকা বাংলা চ্যানেল (ডিবিসি)। বুধবার সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত থেকে এই চ্যানেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান এবং প্রধান সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি ডিবিসি নিউজের এই নতুন যাত্রার মাধ্যমে আমরা আরও বেশি শক্তিশালী হবো। আমাদের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। ২৪ ঘণ্টার এই নিউজ চ্যানেলটির আমি শুভকামনা করি। আমি বিশ্বাস করি স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে এই চ্যানেলটি বহুদূর এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাধারণ মানুষের কথা বলবে ডিবিসি নিউজ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আমরা গণমাধ্যমকে প্রসারিত করতে, জবাবদিহি ও স্বচ্ছ রাখতে গণমাধ্যমের প্রসার ও বিকাশের পদক্ষেপ নিয়েছি। তারই অংশ হিসেবে ডিবিসি নিউজ বাংলাদেশের সম্প্রচারের জগতে নতুনভাবে পা রাখছে। আমি শুভমুহূর্তে তাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। আশা করি তারা গণমাধ্যম ও গণতন্ত্রের পবিত্রতা রক্ষা করতে এবং সকল ধরনের উস্কানি এবং সাম্প্রদায়িকতা, জঙ্গী সন্ত্রাস, মিথ্যাচার, খ-িত তথ্যের বিরুদ্ধে ভূমিকা রাখবেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, পূর্ণ সত্য পূর্ণ তথ্য এই অঙ্গীকার নিয়ে আমাদের এই যাত্রা শুরু হলো। আমরা মুক্তিযুদ্ধের চেতনায়, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং আগামী দিনে সাম্য গঠনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে পারব। প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালকও সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে থাকার কথা বলেন। সকাল ১০টার খবর দিয়ে শুরু হয় ডিবিসি নিউজের আনুষ্ঠানিক যাত্রা। দৈনন্দিন খবরের পাশাপাশি ডিবিসি নিউজ বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিদিনই নারী, কৃষি, বাণিজ্য, খেলা, রাজনীতি এবং প্রবাসীদের নিয়ে বিশেষ খবর ও আলোচনার আয়োজন রাখছে।
×