ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্দেশ জারি

পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাবলিক ভার্সিটিতে নিয়োগ নয়

প্রকাশিত: ০৬:০৮, ২২ সেপ্টেম্বর ২০১৬

পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাবলিক ভার্সিটিতে নিয়োগ নয়

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকা-ে জড়িত অপরাধীদের নিয়োগ বন্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে পুলিশ ভেরিফিকেশন করতে নির্দেশ দিয়েছে সরকার। এদিকে শিক্ষাঙ্গনে জঙ্গীবাদী কর্মকা-ে একের পর এক প্রমাণ আসার প্রেক্ষাপটে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াতের ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিক্ষাঙ্গনে জঙ্গীবাদের বিস্তার বন্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, ইসলামী ছাত্রী সংস্থা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী ও সরলমনা ধর্মভীরু মহিলাদের মধ্যে জিহাদী মনোভাব সৃষ্টি করে প্রচলিত সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা তথা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হীন চেষ্টায় লিপ্ত রয়েছে। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদন ও সুপারিশের পর এ বিষয়ে বুধবার শিক্ষা মন্ত্রণালয় পৃথক পৃথক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, সরকারী সকল নিয়োগের আগে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন করার বিধান থাকলেও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে পাবলিক বিশ্ববিদ্যায়ের নিয়োগে তা করা হয়না। যেখানে নিয়োগে নেই কোন লিখিত পরীক্ষাও। এমন অবস্থায় ফাঁকফোকর দিয়ে নানা উপায়ে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত উগ্রবাদী ব্যক্তি নিয়োগ পেয়ে যায় বলে সম্প্রতি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। লিখিত পরীক্ষা গ্রহণের বিষয়ে একটি অভিন্ন নীতিমালা প্রণয়নও করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এমনই এক প্রেক্ষাপটে বুধবার রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকা-ে জড়িত অপরাধীদের প্রবেশ বন্ধ ও নিয়োগে অনিয়ম কমাতে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে পাওয়া গোপনীয় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)সহ সংশ্লিদের এসব নির্দেশনা দিয়েছে। বাংলাদেশে বর্তমানে ৩৮টি সরকারী বিশ্ববিদ্যালয় থাকলেও ৩৭টিতে শিক্ষা কার্যক্রম পরিচালতি হচ্ছে। সরকারী- বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর দেখভালের দায়িত্ব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। ইউজিসি সচিবকে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ইদানিং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছে। এ অনভিপ্রেত অবস্থার সমাধানকল্পে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে পাওয়া গোয়েন্দা বিভাগের গোপনীয় প্রতিবেদনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দেয়ার লক্ষে দুটি সুপারিশ করা হয়েছে। শিক্ষক-কর্মকর্তা নিয়োগে শুধুমাত্র মৌখিক পরীক্ষা নেয়া হয় এতে অনিয়মের সুযোগ তৈরি হয়। তাই বিশ্ববিদ্যালয়ে নিয়োগের মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেয়ার উদ্যোগ নেয়া হলে প্রার্থীর মেধা যাচাই করা সহজ হবে এবং অনিয়মের সুযোগ হ্রাস পাবে। নির্দেশনায় আরও বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের পূর্বে কোন পুলিশ ভেরিফিকেশন বা গোয়েন্দা সংস্থা কর্তৃক ব্যক্তিগত তথ্যাদি যাচাই হয় না। ফলে সরকারবিরোধী কর্মকা-ে লিপ্ত ব্যক্তি বা অপরাধীরা নিয়োগের সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কর্তৃক ভেরিফিকেশন সম্পন্ন করে নিয়োগ করা যাবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে এসব নির্দেশনা অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা মন্ত্রণালয়কে অবহিত করতে ইউজিসিকে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মোঃ হেলাল উদ্দিন বলেছেন, আমরা ইউজিসিকে বলেছি বিশ্ববিদ্যালয়গুলো যেন এটা ইনডোস করে। যেহেতু ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলো দেখাশোনা করে এজন্য ইউজিসিকে বলেছি। এটা সরকারের ইচ্ছা, সরকারের এই আদেশটা ইউজিসির মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। এটা সরকারের আদেশ কি না- এমন প্রশ্নে অতিরিক্ত সচিব বলেন, এটাকে আদেশ, নির্দেশনা নাকি অনুরোধ বলব সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো এটা এখন সময়ের দাবি এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে এটা করার জন্য অনুরোধ করেছি, তারা যেন এটা করে। তবে এটার মধ্যে ফোর্স আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসন ভোগ করায় কি মন্ত্রণালয় তাদের সরাসরি কিছু বলছে না- এমন প্রশ্নে হেলাল উদ্দিন বলেন, সরাসরি কিছু বলতে পারে না সেটা বলা যায় না। কারণ সরকার টাকা দেয় যেখানে সেখানে বলতে পারে। প্র্যাকটিসটা এ রকম নাই দেখে আমরা সরাসরি বলি না যে অমুকটা করেন, তমুকটা করেন। এজন্য ইউজিসির মাধ্যমে বলি এবং খুব কম সময়েই সরাসরি কোন কথা বিশ্ববিদ্যালয়কে আমরা বলি। জানা গেছে, এর আগেই শিক্ষার মানোন্নয়নে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ করে দিতে একটি নীতিমালা তৈরি করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। যেখানে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নিয়োগ নীতিমালার খসড়ায় প্রভাষক নিয়োগ থেকে শুরু করে অধ্যাপক পদে পদোন্নতির অভিন্ন মাপকাঠি রাখা হয়েছে। প্রভাষক পদে প্রয়োজনে লিখিত পরীক্ষা নিয়ে নিয়োগ দিতে প্রস্তাব করে ইউজিসি। খসড়া নীতিমালায় এমফিল ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করার প্রস্তাবনা এসেছে। অভিন্ন নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নের নীতিমালা নিয়ে ইউজিসি বলেছে, অভিন্ন নীতিমালা হলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি একটি কাঠামোতে শিক্ষক নিয়োগ দেয়া যাবে। নীতিমালায় প্রভাষক নিয়োগে আলাদা আলাদা অনুষদের জন্য আলাদা যোগ্যতা ধরা হয়েছে। সম্প্রতি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে হুঁশিয়ারি করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মঞ্জুরি কমিশন। গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ইউজিসি’র অনুমোদন ছাড়া নতুন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, সেন্টার বা কোর্স খোলা, জনবল নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। গণবিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি করে বলা হয়, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা কার্যক্রম চালাচ্ছে সে কার্যক্রমের দায়ভার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে এবং এসব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, সেন্টার বা কোর্স থেকে যে সব শিক্ষার্থী পাস করে বের হবে তাদের দায়দায়িত্ব কোনভাবেই ইউজিসি গ্রহণ করবে না। অনুমোদনহীন খাতের জন্য কোনরকম অর্থ ছাড় দিবে না বলেও কঠোরভাবে নিজের অবস্থান তুলে ধরেছে ইউজিসি। এর আগে দেশের কয়েকটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সমস্যা তুলে ধরেও গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইউজিসি। সে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া থেকে বিরত থাকতে শিক্ষার্থী এবং অভিভাবকদের পরামর্শ দেয়া হয়। এদিকে শিক্ষাঙ্গনে জঙ্গীবাদী কর্মকা-ে একের পর এক প্রমাণ আসার প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াতের ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে রাজশাহী মহানগরীর খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের কারাতে প্রশিক্ষণের আড়ালে শিবির সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে মর্মে সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিয়ে মাঠে নেমেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন জমা হয়। এরপর মন্ত্রণালয়ের নির্দেশে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে অধিদফতর।
×