ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবুতরের ধী শক্তি

প্রকাশিত: ০৬:০৫, ২২ সেপ্টেম্বর ২০১৬

কবুতরের ধী শক্তি

কবুতর শব্দ ও ধ্বনির মধ্যে পার্থক্য করতে পারে। উপযুক্ত প্রশিক্ষণ দিলে একটি কবুতর ২৬ থেকে ৫৮টি পর্যন্ত শব্দ মনে রাখতে পারে, নিউজিল্যান্ডের বিজ্ঞানীদের সমীক্ষায় এটি দেখা গেছে। তারা জানতে পেরেছেন, একটি কবুতরকে চার অক্ষর যুক্ত ইংরেজী শব্দ মনে রাখতে পারে। ভাষার শব্দ এবং আওয়াজ বা অর্থহীন ধ্বনির পার্থক্য বুঝতে পারে। বুদ্ধিমান পাখি হিসেবে কবুতরের পরিচয় অবশ্য অনেক পুরনো। নিউজিল্যান্ডের ওটাগো ইউনিভার্সিটি ও জার্মানির রুর ইউনিভার্সিটির গবেষকরা কবুতরের বুদ্ধিমত্তা একটি সমীক্ষা চালিয়েছেন। এতে দেখা গেছে, কবুতর চার অক্ষর যুক্ত শব্দ শনাক্ত করার মতো জটিল কাজ করতে পারে। কবুতর প্রায় ৬০টি শব্দ ও প্রায় আট হাজার ধ্বনি শনাক্ত করতে পারে। এর আগে একই ধরনের সমীক্ষায় বেবুনের মধ্যে এ রকম বুদ্ধিমত্তা লক্ষ্য করা গিয়েছিল। সমীক্ষায় কবুতর ত্রিমাত্রিক তথ্য উপলব্ধি করতে পারে। খেলাচ্ছলে কবুতরকে শব্দ শেখানো থেকে পাখিটির বুদ্ধিমাত্রার বিষয়ে কৌতূহলী হয়ে ওঠেন গবেষকরা। ওটাগো ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. ডামিয়ান স্কার্ফ বলছেন, ‘আমরা প্রথমে চারটি কবুতরকে শব্দ শেখানোর জন্য বেছে নেই। দেখা গেল দুটো কবুতর ৬০টি শব্দ শিখে ফেলেছে।’ ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের (পিএনএএস) জার্নালে তাদের সমীক্ষার ফল প্রাকশিত হয়েছে। -নিউজিল্যান্ড হেরাল্ড।
×