ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নভ-নোভার দাম্পত্য জীবন শুরু ॥ জমকালো অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:০৪, ২২ সেপ্টেম্বর ২০১৬

নভ-নোভার দাম্পত্য জীবন শুরু ॥ জমকালো অনুষ্ঠান

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ গল্প নয় সত্যি। চট্টগ্রাম চিড়িয়াখানায় বুধবার সকালে বিয়ে হয়েছে রংপুর চিড়িয়াখানা থেকে আনা সিংহ ‘নভ’ ওরফে বাদশার সঙ্গে চট্টগ্রাম চিড়িয়াখানার এগার বছর বয়সী সিংহী ‘নোভা’র। এ যুগলের জন্য তৈরি করা হয়েছে খাবারের বিশেষ মেন্যু। হৃদয়ের টানে ভালবাসার গানে একাকার হয়ে চিড়িয়াখানা আঙ্গিনা ছিল অনেকটা বিয়ে বাড়ির মতোই। অনেকেরই আকর্ষণ ছিল এ কেমন বিয়ে। আদৌ কি সম্ভব। তাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও হাজির হয়েছিল এ শুভক্ষণে। সিংহ দম্পতির খাবার মেন্যুতে ছিল গরুর মাংস, মুরগি, ডিমসহ নানা উপকরণ। তবে অতিথিদের মেন্যুতে ছিল ফাস্টফুড। প্রাণিকূলের এ দাম্পত্য জীবনের শুরু উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। ফুলের মালা, রঙ-বেরঙের বেলুন আর দাম্পত্য জীবনের কিছু সুখের উক্তি দিয়ে সাঁটানো হয়েছে ফেস্টুন। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সে সঙ্গে চট্টগ্রামে থাকা বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের গণ্যমান্য প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। তবে অতিথিদের বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ বিয়ে উপলক্ষে অতিথিদের বসার জন্য প্যান্ডেলও টাঙ্গিয়েছে। নানা রঙের বেলুন দিয়ে প্যান্ডেল যেমন সাজানো হয়েছে, তেমনি নভ আর নোভার খাঁচা এবং আঙ্গিনা সাজানো হয়। চিড়িয়াখানার সিংহের খাঁচার চারিদিকে ঝুলানো হয়েছে ফেস্টুন। এরমধ্যে এ দম্পতির সৌজন্যে বিশাল এক ব্যানার সাঁটানো হয়েছে পায়চারি করার আঙ্গিনায়। এতে লেখা রয়েছে ‘লীলা বালি লীলা বালি... কি দিয়া সাজামু তোরে’ এ গানটির সবকটি লাইন ছিল। আরও একটি বিশাল ফেস্টুনে ‘শুভ বিবাহের দিন’। নোভা ও নভ’র মধ্যে ২১ সেপ্টেম্বর বিবাহ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও খাঁচার বাইরে ও দর্শকদের ঝুঁকিপূর্ণ আঙ্গিনার বাইরেও অনেক ফেস্টুন সাঁটানো হয়েছে। এরমধ্যে লেখা রয়েছে বর্ষার জন্য নোভার মন খুব খারাপ। এছাড়াও অন্যান্য ফেস্টুনে লেখা রয়েছে হাতি দেহের দিক থেকে বড় হওয়ায় বনের রাজা হওয়ার কথা ছিল। কিন্তু মূলত সিংহই হচ্ছে বনের রাজা। রংপুরের বাদশা বুধবার চট্টগ্রামের নোভার ঘরজামাই হয়েছে। চট্টগ্রামের ভাষায় একটি ফেস্টুন সাঁটানো হয়েছে, তাতে লেখা রয়েছে ‘বাদশাইয়্যা তুই আঁর মিক্ষে ইল্লেগরি ন-ছাবি ... টাঙ্কি মারদ্দে কিল্লাই.... ঘরজামাই হইওছ সরম ন-লাগের তুর তে?’ নব এ দম্পতির উদ্দেশে গানের একটি পংক্তিও সাঁটানো হয়েছে যা ছিল ‘একটুস খানি দেখ, একখান কথা রাখ ভালবাইসা একবার তুমি জামাই কইয়া ডাক.... ডাক না ওয়া...’। মূলত ২০০৫ সালের ১৬ জুন অর্থাৎ প্রায় এগার বছর আগে বর্ষা আর নোভার জন্ম হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। তাদের মায়ের নাম ছিল ‘লক্ষ্মী’। দু’বোনের জন্মের পর মা ‘লক্ষ্মী’ মারা গেলেও ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি তাদের বাবা ‘রাজ’ মারা যায়। এরপর থেকে নোভা আর বর্ষা দুই সিংহী বোন চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্রমে বেড়ে উঠতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ রংপুর চিড়িয়াখানায় দুটি সিংহ খুঁজে পেয়েছে। গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বর্ষাকে রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দিয়ে নিয়ে আসা হয় সিংহ নভ ওরফে বাদশাকে। এ ব্যাপারে চিড়িয়াখানার পরিচালনা কমিটির সদস্য সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জনকণ্ঠকে জানান, চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয়া বর্ষা ও নোভা সিংহীর জন্ম হলেও এদের জন্য পুরুষ সিংহ খুঁজে পেতে অনেক স্থানে খোঁজ করা হয়েছে। শেষ পর্যন্ত রংপুর চিড়িয়াখানায় পাওয়া গেছে দুটি পুরুষ সিংহ। চিঠি চালাচালির মধ্য দিয়ে কিশোরী বর্ষা ও নোভার জন্য অদলবদল করা হয়েছে। তাই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন করা হয়েছে।
×