ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট আপাতত প্রকাশ হচ্ছে না ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৩, ২২ সেপ্টেম্বর ২০১৬

রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট আপাতত প্রকাশ হচ্ছে না ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুরো টাকা ফেরত পাওয়ার স্বার্থে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আপাতত প্রকাশ করা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আমার ঘোষণা মতে, তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা। তবে তা হচ্ছে না। দেরি হওয়ার কারণটাও বলতে পারি যে, ইতোমধ্যে এ বিষয়ে ফিলিপিন্স ও আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে। আমরা সেখানে মামলা-মোকদ্দমাও করেছি। টাকা ফেরত আসছে। বাকি টাকা আসার প্রক্রিয়া শুরু হচ্ছে। এজন্য রিপোর্ট এখন প্রকাশ করছি না।’ বুধবার সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। চুরি হওয়া অর্থ ফেরত পাওয়ার সুবিধার জন্য তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ তাই। ইতোমধ্যে অনেক টাকা ফেরত এসেছে। আশা করছি পুরো টাকাই ফেরত আসবে। আর এ কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করা হচ্ছে। তিনি বলেন, আমি তো আজকেও শুনলাম আরও টাকা (চুরি হওয়ার অর্থ ফেরতে) পাইপলাইনে আছে। আশা করছি, শেষ পর্যন্ত খোয়া যাওয়া সব টাকা উদ্ধার করা সম্ভব হবে। অর্থমন্ত্রী বলেন, এদিক দিয়ে ভাল যে, আমি প্রথমদিকে ভেবেছিলাম রিকভারি হবে-তবে না। সেখানে কৃতিত্ব দিতে হয় ফিলিপিন্স সরকারকে। বর্তমান প্রেসিডেন্ট বলেছেন, টাকা পরিশোধ ছাড়া আমি বাংলাদেশে যাব না। আমাদের এ্যাম্বাসেডর তাকে (প্রেসিডেন্ট) বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। বাকি টাকা ফেরত পেতে কত দিন লাগবে- এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ইট শুড টেক ফোর অর ফাইভ মান্থস। খুব বেশি দিন লাগবে না। এদিকে, গত রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগেই বৃহস্পতিবার তিনি ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করে যাবেন। কিন্তু বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের ডেকে জানিয়ে দেন, সহসা ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। প্রসঙ্গত, প্রতিবেদন জমা দেয়ার পর তদন্ত কমিটির প্রধান ফরাসউদ্দিন বলেছিলেন, রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের কারও সম্পৃক্ততা নেই বলে আগে তারা ধারণা করলেও চূড়ান্ত প্রতিবেদনে ওই অবস্থান থেকে ‘সামান্য’ সরে এসেছেন। ভুয়া সুইফট মেসেজ পাঠিয়ে ৮ কোটি ১০ লাখ ডলার সাইবার চুরির ওই ঘটনায় কারা কারা জড়িত, সে বিষয়ে তদন্ত কমিটি কী কী সুপারিশ করেছে- সে তথ্য প্রকাশ করেননি তদন্ত কমিটির প্রধান বা অর্থমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই সময় ফরাসউদ্দিন শুধু বলেন, ‘সুইফটেরও দায়-দায়িত্ব আছে, সম্পূর্ণ দায় বা মূল দায় তাদের কিনা, সেই বিশ্লেষণও প্রতিবেদনে আছে। সুইফট কখনও দায় এড়াতে পারে না। তবে সুইফটের সাহায্য নিয়েই আমাদের ভবিষ্যতের প্রবলেমটা সলভ করতে হবে।’ চুরি যাওয়া টাকার কতটা আদায় করা সম্ভব-তার একটা চিত্রও প্রতিবেদনে দেয়া হয়েছে বলে জানান তিনি। ফরাসউদ্দিন বলেন, বেশ ভাল একটা আশাব্যঞ্জক চিত্র আমরা দিয়েছি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কয়েক দফা সময় দেয়ার পরও ওই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশিত না হওয়ায় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও সম্প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়। সরকারী প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় কমিটিও তদন্ত কমিটির প্রতিবেদন দেখতে চায়।
×