ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শঙ্কিত পাকিস্তান

ভারত যে কোন মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে

প্রকাশিত: ০৬:০৩, ২২ সেপ্টেম্বর ২০১৬

ভারত যে কোন মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত যে কোন মুহূর্তে পাকিস্তানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে পাক কর্তৃপক্ষ। পাকিস্তানী মিডিয়াতে খবর বেবিয়েছে, ভারতের সেনাবাহিনী ক্রমেই পাকিস্তান সীমান্তের কাছে সরে আসছে। কাশ্মীরের উরিতে জঙ্গী হামলার পর দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রে সজ্জিত দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা চলছে। এই উত্তেজনার প্রেক্ষিতে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন নওয়াজ শরীফ। খবর বিবিসি, ডন ও এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। পাকিস্তানের উত্তরাঞ্চলে এ নিয়ে বেশ সতর্ক অবস্থা অবলম্বন করা হচ্ছে। বুধবার সকাল থেকে গিলগিট, স্কার্দু ও চিত্রাল এলাকার বিমান পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ। পাশাপাশি ইসলামাবাদ ও পেশোয়ারের মধ্যকার মূল মহাসড়কের কিছু অংশও বন্ধ রাখা হয়েছে। পাক বিমান সংস্থা পিআইএ’র মুখপাত্র দানিয়েল জিলানি এক টুইটার বার্তায় বলেছেন উত্তরাঞ্চলের বিমান পথ বুধবার পর্যন্ত বন্ধ থাকবে। এ পথের অন্তত ১২টি বিমানের সিডিউল ইতোমধ্যে বাতিল করা হয়েছে। এসব ফ্লাইট বন্ধের প্রকৃত কারণ আপাতত জানাননি দানিয়েল জিলানি। কিন্তু কিছু মিডিয়াতে খবর বেরিয়েছে যে পাক যুদ্ধবিমানের মহড়ার কারণে এই পথ বন্ধ রাখা হয়েছে। তবে বিবিসির সংবাদদাতারা বলছেন, ভারত পাকিস্তানে আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় এসব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারত শাসিত কাশ্মীরের উরির একটি সেনা ঘাঁটিতে রবিবার রাতে একদল বন্দুকধারীর হামলায় ১৭ জন সৈন্য নিহত হওয়ার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করেন। এই হামলার পেছনে পাকিস্তানের পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে মনে করছেন ভারতের অনেক সেনা কর্মকর্তা বা নিরাপত্তা বিশ্লেষক। ভারত কিভাবে এর জবাব দেবে তা ঠিক করার জন্য দিল্লীতে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ ঘটনায় জড়িত থাকার কথা জোরালোভাবে অস্বীকার করেছে ইসলামাবাদ। কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা দেখা দিয়েছে।
×