ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আড়াই গুণ বেশি দামে বিক্রি হচ্ছে আইফোন ৭

প্রকাশিত: ০৪:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৬

আড়াই গুণ বেশি দামে বিক্রি হচ্ছে আইফোন ৭

হেডফোনের জ্যাক না থাকায় এমনিতেই আইফোন ৭ ও ৭ প্লাস নিয়ে সমালোচনায় অস্বস্তিতে রয়েছে এ্যাপল। এর মধ্যে একটি নতুন ‘হিসাব’ আরও বিব্রত করছে তাদের। গবেষণা সংস্থা আইএইচএসের ওই ‘হিসাবে’ বলা হচ্ছে, ফোন দুটির দাম রাখা হচ্ছে উৎপাদন খরচের আড়াই গুণ বেশি! এ নিয়ে স্মার্টফোন দুটির সমালোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। হেডফোনের জ্যাক না থাকলেও এ্যাপলের দাবি, স্মার্টফোন দুটির উৎপাদন খরচ আগের হেডফোনের জ্যাক সংযুক্ত স্মার্টফোনের চেয়েও বেশি। এ খরচের পেছনে তারা বলছে, আইফোন ৭ ও ৭ প্লাসে উন্নতমানের এ১০ প্রসেসর, পানি ও ধুলো প্রতিরোধক, উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ আরও নতুন নতুন সুবিধা রয়েছে। আইএইচএস বলছে, ১২৮ গিগাবাইটের একটি আইফোন ৭ তৈরিতে এ্যাপলের খরচ পড়ে ২৯২ ডলার (১ ডলার সমান ৭৮ টাকা)। -অর্থনৈতিক রিপোর্টার সবজির বীজ রফতানিতে ২০ শতাংশ ভর্তুকি বাংলাদেশে উৎপাদিত শস্য ও শাক সবজির বীজ রফতানির ক্ষেত্রে নিট এফওবি মূল্যের ওপর ২০ শতাংশ হারে ভর্তুকি পাবেন রফতানিকারকরা। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। সকল ক্ষেত্রে ভর্তুকির আবেদনপত্র বিদেশে সংশ্লিষ্ট ব্যাংকের নস্ট্রো হিসাবে রফতানি মূল্য আকলনের (রফতানি মূল্য প্রত্যাবাসনের) তারিখের ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় দাখিল করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, রফতানিকৃত পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণে নির্বাহকৃত ব্যয় এবং অভ্যন্তরীণও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে ডব্লিউটিও বিধি অনুযায়ী আলোচ্য ভর্তুকি দেয়া হবে। এতে আরও বলা হয়, টিটির মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে (এক্সচেঞ্জ হাউস ব্যতীত) রফতানি আদেশ প্রদানকারী বা আমদানিকারক কর্তৃক সম্পন্ন হতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×