ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষা নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৪:২৮, ২২ সেপ্টেম্বর ২০১৬

শিক্ষা নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী / রাবি সংবাদদাতা ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাখাতে অগ্রগতির জন্য দেশের সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। শিক্ষানুরাগী কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে শিক্ষায় নিঃস্বার্থভাবে বিনিয়োগ করতে হবে। তবে কেউ যেন মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ না করে। শিক্ষা নিয়ে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না। বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। অনুষ্ঠানে ৬৪ জনকে অগ্রণী ব্যাংক, তিনজনকে ড. মমতাজ উদ্দিন আহমদ ও একজনকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করেন মন্ত্রী। তিনি শিক্ষাখাতে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও কর্মকা-ের উল্লেখ করে বলেন, সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জনগণের অর্থে অর্থায়ন করে। এজন্য দেশের সর্বস্তরের মানুষের কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে বিশ্ববিবদ্যালয় শিক্ষার্থীদের দেশের জন্য অনেক কিছু করার আছে। শিক্ষামন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের জাতির অন্যতম কৃতী সন্তান উল্লেখ করে তাঁদের আধুনিক বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণে এগিয়ে আসারও আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্-উল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এন্তাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। উপ-উপাচার্য অধ্যাপক চোধুরী সারওয়ার জাহান স্বাগত বক্তব্য রাখেন। প্রসঙ্গত, অনার্স, মাস্টার্স বা এমবিবিএস পরীক্ষায় অনুষদে প্রথম শ্রেণীসহ প্রথম স্থান অধিকারীকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, দর্শন বিষয়ে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারীকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক এবং এমবিবিএস (শেষ বৃত্তিমূলক, নিয়মিত) পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বরসহ চিকিৎসা অনুষদে প্রথম স্থান অধিকারীকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয়। কুড়িগ্রামে রাস্তার ইট চুরি ॥ ৩ ট্রাক্টর জব্দ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম সরকারী কলেজের নির্মাণাধীন ছাত্রাবাসের সামনের রাস্তার ইট রাতের আঁধারে চুরি করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। শিক্ষা প্রকৌশল বিভাগ ৬ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে কুড়িগ্রাম-চিলমারী সড়ক থেকে কলেজ মাঠ পর্যন্ত ইটের হেরিংবোন রাস্তা নির্মাণ করে। যা পরবর্তীতে সরকারী কলেজের নির্মাণাধীন ছাত্রাবাসের সংযোগ সড়ক হিসেবে হস্তান্তর করা হয়। এ রাস্তায় প্রায় ৬৩ হাজার ইট ব্যবহার করা হয়। মঙ্গলবার রাতের অন্ধকারে রাস্তার ইট চুরি করে সরিয়ে নেয়া হয়। রাত দেড়টায় পুলিশ ঘটনাস্থল থেকে ইট বোঝাই তিনটি ট্রাক্টর ও ৩০ শ্রমিককে আটক করে। এ সময় ছাত্রলীগ নামধারী নেতারা পালিয়ে যায়। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান ইট চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমজীবী মানুষ হওয়ায় মানবিক বিবেচনায় সকল শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ট্রাক্টরগুলো আটক আছে। এখন পর্যন্ত কেউ মামলা দেয়নি। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, গত বছর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিক্ষা প্রকৌশল বিভাগ প্রায় ৭ লাখ টাকা ব্যয় করে এ রাস্তা নির্মাণ করে। যা পরবর্তীতে কুড়িগ্রাম সরকারী কলেজ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়। এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের।
×