ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিরণমালা দেখাই কাল হলো কিশোরী তানজিলার

প্রকাশিত: ০৪:২৬, ২২ সেপ্টেম্বর ২০১৬

কিরণমালা দেখাই কাল হলো কিশোরী তানজিলার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বড় বোনের বাচ্চা কাঁদছিল। আর ছোট বোন দেখছিল স্টার জলসায় ভারতীয় সিরিয়াল কিরণমালা। তাই ছোট বোনের ওপর রেগে তাকে মারধর শুরু করেন বড় বোন। পালাতে গিয়ে ইটের ওপর পড়ে বুকে চোট পায় ছোট বোন। আর এতেই মৃত্যু হয় তার। বুধবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আঁচুয়া কসাইপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। মৃত কিশোরীর নাম তানজিলা খাতুন (১২)। সে উপজেলার মাটিকাটা গ্রামের জেনারুল ইসলামের মেয়ে। বড় বোনের ধাওয়া খেয়ে পড়ে তার মৃত্যু হওয়ায় পুলিশ বড় বোনকে আটক করেছে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে তানজিলার মা হেরোইনসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। এরপর থেকে কিশোরী তানজিলা আঁচুয়া কসাইপাড়া গ্রামে তার দুলাভাই হারুন বাবুর বাড়িতে ছিল। বুধবার সকালে ওই কিশোরী পাশের বাড়িতে ভারতীয় টিভি সিরিয়াল ‘কিরণমালা’ দেখছিল। আর বড় বোন শিল্পী খাতুন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু তার শিশু সন্তান কোলে ওঠার জন্য কাঁদছিল। এ সময় তানজিলা বাড়িতে না থাকায় শিল্পী তার ওপর ক্ষিপ্ত হন। পরে তিনি পাশের বাড়ি গিয়ে ছোট বোন তানজিলাকে মারপিট শুরু করেন। তিন লাশ উদ্ধার জনকণ্ঠ ডেস্ক ॥ বুধবার সকালে নীলফামারী, দিনাজপুর ও সিরাজগঞ্জ থেকে পুলিশ তিন লাশ উদ্ধার করেছে। খবর স্টাফ রিপোর্টারদের। নীলফামারী ॥ সাইফুল ইসলাম (৩৫) নামে একর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কিশোরীগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নির্মাণাধীন ভবনের পেছনের গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক নীলফামারী শহরের শান্তিনগর মহল্লার মফেল উদ্দিনের ছেলে। দিনাজপুর ॥ দিনাজপুর শহরতলীর পুনর্ভবা নদীর রেলওয়ে ব্রিজের নিচ থেকে দোলন আকবার (৩০) নামে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে দিনাজপুর পুনর্ভবা নদীর পশ্চিম পাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দোলন আকবার শহরের বালুয়াডাঙ্গা কানা হাফেজ মোড় এলাকার নাঈম ইসলামের ছেলে। সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তারা সরকার (৪২) নামে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনালের হাসপাতালে পাঠানো হয়েছে।
×