ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগ করে বৃদ্ধ বাড়ি ছাড়া

প্রকাশিত: ০৪:২৬, ২২ সেপ্টেম্বর ২০১৬

উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগ করে বৃদ্ধ বাড়ি ছাড়া

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জের একটি স্কুলের উপবৃত্তির টাকা আত্মসাতসহ নানা অনিয়ামের বিচার চেয়ে অভিযোগ দেয়ার কারণে অভিযুক্তদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হুমকির মুখে বাড়িঘর ছেড়ে প্রাণভয়ে বাগেরহাট শহরে আশ্রয় নিয়েছেন মোস্তফা হাওলাদার নামে এক বৃদ্ধ। বুধবার মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া গ্রামের আওয়ামী লীগের নিবেদিত কর্মী মোস্তফা হাওলাদার (৭৩) জানান, উপজেলার খাউলিয়া মধ্য চালিতাবুনিয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুর্নীতি পরায়ণ প্রধান শিক্ষক আঃ জলিল হাওলাদার একই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি তার পিতা মুজিবুর রহমান হাওলাদার ও নিকট আত্মীয় সহকারী শিক্ষক আঃ আউয়াল খান যোগসাজশে প্রভাব খাটিয়ে ছেলেমেয়েদের উপবৃত্তির টাকা, বিভিন্ন সময়ে অনুদানের টাকা আত্মসাত করেছেন। এছাড়া প্রধান শিক্ষক অসুস্থ থাকার কারণে প্রায় তিন বছর ধরে স্কুলে ক্লাস নেন না। মাঝে মধ্যে স্কুলে এসে হাজিরা দিয়ে চলে যান। তার নিকটতম আত্মীয় সহকারী শিক্ষক আউয়াল অন্যদের দিয়ে ক্লাস করান। যে কারণে স্কুলের লেখাপড়ার মান নিম্নমানের দেখা দিয়েছে। একটি এনজিওর দেয়া ৮০ হাজার টাকা মূল্যের সৌরবিদ্যুত রহস্যজনক চুরি দেখানো হয়েছে। ২০১৪ সালে সরকারের ফুড প্রোগ্রামের অংশ হিসেবে শিক্ষার্থীদের দেয়া বিস্কুট লাইবেরি থেকে নিয়ে পালানোর সময় এলাকাবাসী শিক্ষক আউয়ালকে হাতে-নাতে ধরে ফেলে। এ ব্যাপারে সুধাংশু কমার দত্ত বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় ১১ ফেব্রুয়ারি ’১৪ একটি মামলা করেন। এ মামলায় ওই আউয়াল মাস্টার দীর্ঘদিন জেলহাজতে ছিলেন। একাধিক অভিভাবক জানান, উপবৃত্তির টাকা যাদের এক বছর হয়েছে তাদের কাছ থেকে চারশ’ টাকা ও যাদের ছয় মাস তাদের কাছ থেকে দুইশ’ টাকা কেটে রেখে দিয়ে বাকি টাকা হাতে তুলে দেয়। যারা ওই স্কুল থেকে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে অন্য স্কুলে পড়ছে তাদের এক বছরে ১২শ’ টাকার স্থলে ৫০০ টাকা দিয়েছে। এ ব্যাপারে কয়েকজন অভিভাবক প্রধান শিক্ষকের কাছে টাকা কম দেয়ার কথা জানতে চাইলে হুমকি দেন। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেনকেও এসব অভিযোগ লিখিতভাবে দেয়া হয়। এরপর শিক্ষা অফিস থেকে সরেজমিনে তদন্তে গেলে এলাকাবাসী তথ্যপ্রমাণসহ সাক্ষ্য প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অভিযোগকারী মোস্তফা হাওলাদারকে (৭৩) তিন দিনের মধ্যে অভিযোগ প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার জন্য হুমকি দেন। এ ঘটনার পর মোস্তফা হাওলাদার প্রাণভয়ে বাগেরহাট শহরে এসে আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার বলেন, তদন্ত হয়েছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন বলেন, মোস্তফা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, তাকে হুমকিদাতাদের ছাড় দেয়া হবে না।
×