ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সমুদ্রনির্ভর অর্থনীতি নিয়ে গবেষণার এখনই উপযুক্ত সময় ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৪:২৫, ২২ সেপ্টেম্বর ২০১৬

সমুদ্রনির্ভর অর্থনীতি নিয়ে গবেষণার এখনই উপযুক্ত সময় ॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘ব্লু ইকোনমি’ হচ্ছে সমুদ্রনির্ভর অর্থনীতি। আর সমুদ্রনির্ভর অর্থনীতি গবেষণার জন্য এখনই উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশাল সমুদ্র বিজয়ের ফলে সমুদ্রের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর বাংলাদেশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে অধিকার পেয়েছে, তা সঠিকভাবে কাজে লাগাতে শিক্ষক-গবেষকদের গবেষণা কর্মে অধিকতর মনোযোগী হতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বুধবার চবিতে আয়োজিত ‘ব্লু ইকোনমিক ইন্টারভেশন ফর ফুড সিকিউরিটি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এ্যান্ড ফিশারিজের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে উপাচার্য বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবহার, তেল-গ্যাসের আহরণ, সমুদ্র-বান্ধব পর্যটন, নবায়নযোগ্য শক্তি উৎপাদন ও সামুদ্রিক পরিবহন প্রভৃতি ক্ষেত্রে পরিকল্পনাকে একত্রিত করে সমুদ্রবক্ষে সঞ্চিত সম্পদের সুবিধা নিশ্চিত করতে হবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং এফএও বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি মাইক রবসন। চবি উপ-উপচার্য তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ সমুদ্রের অফুরন্ত সম্পদ আহরণের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। আমাদেরও রয়েছে বিশাল সমুদ্রসম্পদ। সমুদ্র বিজ্ঞানীরা সরকারের ব্লু ইকোনমি বাস্তবায়নে বিজ্ঞানসম্মত পরামর্শ দিয়ে কার্যকর ভূমিকা পালন করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এ্যান্ড ফিশারিজের পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আয়শা আক্তার। সেমিনারের টেকনিক্যাল সেশনে ইনস্টিটিউটের প্রফেসর সাইদুর রহমান চৌধুরীর সভাপতিত্ব বাংলাদেশ নেভী, চট্টগ্রামের ক্যাপ্টেন এসএম মনিরুজ্জামান, চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির ক্যাপ্টেন মাসুক হাসান আহমদ, চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এ্যান্ড ফিশারিজের প্রফেসর ড. এম রাশেদ-উন-নবী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনির্ভাসিটির কমডোর একেএম আজম চৌধুরী প্রবন্ধ উপস্থাপন করেন। পরে প্রবন্ধসমূহের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন চবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা।
×