ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদিতে নিহত তিন শ্রমিকের লাশ নাটোরে দাফন

প্রকাশিত: ০৪:২৩, ২২ সেপ্টেম্বর ২০১৬

সৌদিতে নিহত তিন শ্রমিকের লাশ নাটোরে দাফন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২১ সেপ্টেম্বর ॥ সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় সোফা তৈরির কারখানায় অগ্নিকা-ে নিহত নাটোরের নলডাঙ্গার চার শ্রমিকের মধ্যে তিন শ্রমিকের লাশ তাদের দেশের বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সৌদি আরবের বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতদের লাশ এসে পৌঁছায়। বুধবার ভোরে লাশবাহী পিকআপে নিহতের লাশ নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামে নিয়ে গেলে সেখানে হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। তবে সৌদি আরবের দূতাবাসের আউট পাস না থাকায় ফিরিয়ে আনা তিন শ্রমিকের লাশের সঙ্গে বাকি একজনের লাশ দেশে আনা সম্ভব হয়নি। দেশে ফিরিয়ে আনা নিহতরা হলেন, খাজুরার শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে সামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন (২০), খাজুরা জনার্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্লা (৩৮) এবং আজাহার আলীর ছেলে অহিদুর রহমান অসীম (৩০)। খাজুরার ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিনুল রহমানের (৩০) লাশ আগামী বৃহস্পতিবার দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে। লালমনিরহাটে গরু ব্যবসায়ীর লাশ হস্তান্তর নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২১ সেপ্টেম্বর ॥ নিহত বাংলাদেশী যুবক হয়রত আলীর লাশ ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাত ৯টায় পাটগ্রাম থানা পুলিশের কাছে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন রুট দিয়ে হস্তান্তর করেছে। এর আগে দুপুর ১টা হতে ৩টা পর্যন্ত বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে রংপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী নেতৃত্ব দিয়েছেন। ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন কোচবিহার ২২ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক অজয় লুথরা। বিজিবি জানায়, কোচবিহার থানা পাটগ্রাম থানার কাছে লাশ হস্তান্তর করে। নিহতের লাশ তার স্বজনদের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টায় জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম বঙ্গের বাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে হয়রত আলী (৩৪) ভারতীয় গরু ব্যবসায়ীর কাছে গরু আনতে যায়। বাংলাদেশের দহগ্রামের ফকিরপাড়া সীমান্তের ৯ নম্বর পিলারের ৩৪ সার পিলারের কাছে খুব কাছে থেকে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। বিদ্যুত উপকেন্দ্র উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি প্রধান অতিথি হিসেবে বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-২ এর উজিরপুরের হারতা এলাকার ১০ এমভিএ উপকেন্দ্র উদ্বোধন করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলার নাথারকান্দি গ্রাম বিদ্যুতায়নেরও উদ্বোধন করেন। এ উপকেন্দ্র থেকে ২০ হাজার বিদ্যুত গ্রাহক সুবিধা পাবেন। নাথারকান্দি গ্রামের ৩১৮টি পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধনী আলোচনা সভা হারতা বন্দরে অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান হরেন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার হেম চন্দ্র বৈদ্য, হাফিজুর রহমান ইকবাল। শিক্ষার মান উন্নয়নে সভা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২১ সেপ্টেম্বর ॥ মোহনগঞ্জ সরকারী কলেজের উদ্যোগে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক সুধীজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসানের এক মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামলাল রায়ের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, পৌর মেয়র লতিফুর রহমান রতন, ইউএনও মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল, কলেজের শিক্ষক মোহাম্মদ হাফিজ উদ্দিন প্রমুখ। 144
×