ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রী নিতু হত্যাকারীর ফাঁসি দাবিতে উত্তাল কালকিনি

প্রকাশিত: ০৪:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৬

স্কুলছাত্রী নিতু হত্যাকারীর ফাঁসি দাবিতে উত্তাল কালকিনি

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২১ সেপ্টেম্বর ॥ মেধাবী স্কুলছাত্রী নিতু হত্যাকারী মিলন ম-লের ফাঁসির দাবিতে উত্তাল কালকিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। অপরদিকে সকল সামাজিক সংগঠন এবং সুশীল সমাজও অব্যাহত রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন লেখনীতে ঘাতক মিলন ম-লের ফাঁসির দাবিতে চলছে প্রচারণা। বুধবার সকালে ঘাতক মিলন ম-লের অবিলম্বে ফাঁসির দাবিতে উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয় ও শিকার মঙ্গল উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র কর, প্রধান শিক্ষক সেলিম মিয়া, নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভূতিভূষণ, শিক্ষক দেলোয়ার হোসেন, প্রবীর হালদার, কনিকা ও অনিল চন্দ্র ওঝা। লিমা বাড়ৈ, তমা সরকার ও লাইজু খানমসহ কয়েক শিক্ষার্থী বলেন, এখন শুধু আমাদের একটাই দাবি নিতু হত্যাকারী মিলন ম-লের ফাঁসি চাই। দেশবাসী নিতু হত্যাকারীর বিচার দেখে শিক্ষা নেবে যাতে করে এরকম ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায়। শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র কর ও কাষ্টগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ দাশ বলেন, আমাদের শিক্ষকদের মাঝে নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রাণের দাবি নিতু হত্যাকারী মিলন ম-লের ফাঁসি হোক। নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈ বলেন, এ উপজেলার সর্বস্তরের মানুষের একটাই দাবিÑ নিতু হত্যাকারী মিলনের ফাঁসি হোক। তিন শিবিরকর্মী ককটেলসহ আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ৭টি ককটেল এবং বিভিন্ন জিহাদী বইসহ ৩ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও পুলিশ জেলায় অভিযান চালিয়ে আরও ২৪ জনকে আটক করেছে। দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, মঙ্গলবার রাতে পুলিশ জেলা শহরের পশ্চিম রামনগরে অভিযান চালায়। এ সময় পুলিশ আতিকুর রহমানের ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৭টি ককটেল ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করে। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ শিবিরকর্মী শরিফুজ্জামান, আতিকুর রহমান ওরফে আতিক ও বাদশা আলমগীর নামে ৩ শিবিরকর্মীকে আটক করে।
×