ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

রেখার অজানা গল্প

প্রকাশিত: ০৩:৫৭, ২২ সেপ্টেম্বর ২০১৬

রেখার অজানা গল্প

সুন্দরের প্রতি মানুষের দুর্বলতা প্রবল। বিশেষ করে নারীর সৌন্দর্যে পুরুষ সবসময়ই বিমুগ্ধ। বুঝে না বুঝে হারিয়ে যায় রূপের মোহে। সুন্দরী নারী তাঁর রূপের মাধুর্যে আচ্ছন্ন করতে পারে সমসাময়িক প্রজন্মকে। এটা স্বাভাবিক। বিশেষ করে চলচ্চিত্রের ক্ষেত্রে এটা সচরাচর ঘটে থাকে। কারণ কাউকে চেনাজানা বা ক্ষ্যতি অর্জনের সব থেকে বড় প্লাটফর্ম হলো চলচ্চিত্র। তবে নায়কদের থেকে নায়িকাদের প্রতি সর্বসাধারণের আগ্রহ তুলনামূলক ভাবে বেশি। নায়িকারাও সাধারণের এই মনের খবর জানেন! যে কারণে তারা সবসময় হতে চান খবরের শিরোনাম! তবে কেউ কেউ আরও ব্যতিক্রম। খবরের পেছনে তারা ছোটেন না, উল্টো খবরই তাদের পেছনে ছোটে। এমনি এক ব্যতিক্রমী মোহনীয় বলিউড আইকন ভানুরেখা গনেশন ওরফে রেখা। দীর্ঘ চল্লিশ বছর খবর তার পিছু ছুটতে ছুটতে ক্লান্ত! ১৯৬৬তে বড়পর্দায় অভিষেক’। ৭০ এ নায়িকা। সেই থেকে প্রজন্মের পর প্রজন্ম তার রূপের সুধা পান করছে। এটা সত্যই এক রকম অবিশ্বাস্য! তাঁর মায়াবী হাসি, নীল চোখের মোহনীয় আবেদন এবং শিহরণ জাগানো শরীরী কাঠামো মোহে মোহাচ্ছন্ন করে রেখেছে একাধিক প্রজন্মকে। কি বলিউড সুপারস্টার, কি সাধারণ ভক্ত! কে ডোবেনি তার রূপের ইন্দ্রজালে। কেউ কেউ আবার হারাতে বসেছিল স্ত্রী-সংসার! ক্যারিয়ারের শুরুতে নিজের রূপ ও অভিনয় দক্ষতায় মাত করেছিলেন হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিসহ অগণিত ভক্ত হৃদয়। ৪০ বছরের অভিনয় জীবনে ১৮০টির ওপরে চলচ্চিত্রে অভিনয় করে খবরের শিরোনামে থেকেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার ফিল্মফেয়ার পুরস্কার। এছাড়া অন্যান্য পুরস্কার তার নামকে সবসময় উজ্জ্বল রেখেছে। উমরাও জান, মিস্টার নটবরলাল, খুবসুরত, সিলসিলা, ইজাজত, আস্থা, কামসূত্র, বুলান্দি, জুবেইদারের মতো সফল চলচ্চিত্রে নিজের অভিনয়ের যোগ্যতা প্রমাণ করেছেন। পর্দার বাইরের জীবনটাও রেখার পর্দার মতোই আলোচিত রোমঞ্চকর। জন্ম ১০ অক্টোবর ১৯৫৪। তিনি ছিলেন তার বাবা-মায়ের অবিবাহিত দাম্পত্য সংসারের সন্তান। জন্মের পর তার পিতা তাকে মেনে নেননি। ব্যক্তিগত জীবনে রেখা একাধিক সংসার পেতেও শেষ পর্যন্ত কারও সংসারই করতে পারেননি। বলতে গেলে জন্ম থেকেই ঘটনাবহুল জীবনযাপন করছেন। তাঁর জীবনের সব থেকে আলোচিত অধ্যায় বিগ-বি এর সঙ্গে সুপারহিট জুটি এবং তাঁর সঙ্গে ব্যক্তিগত প্রেম সহ আলোচনা-সমালোচনার সম্পর্ক। এর নেতিবাচক প্রভাব পড়েছে উভয়ের ব্যক্তিগত ও সংসার জীবনে। রেখাকে নিয়ে একাধিকবার বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছেন জয়া ও বচ্চন পরিবার। জিতেন্দ্র, ধমেন্দ্র, সুনীল দত্তের মতো সমসাময়িক স্টারদের সঙ্গেও তার সখ্য সুবিদিত যে কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্ন কটু কথার সম্মুখীনও হতে হয়েছে। বি-টাউনে কেউ কেউ তাকে বিবাহিত পুরুষদের জন্য সব থেকে বড় হুমকি মনে করতেন। ম্যান ইটার, নিম্ফোম্যানিক বা সেক্স কিটনের মতো নেতিবাচক নামে তাকে সংজ্ঞায়িত করা হতো। এক কথায় চুলচেড়া বিশ্লেষণ চলেছে তার চরিত্র নিয়ে। রেখা বলিউডের চিরসবুজ যৌন আবেদনময়ী নায়িকা। তাঁর গভীর দুচোখের মায়াবী আবেদন ও সিক্ত রক্তাভ ঠোঁটের নেশায় দিশাহারা হয়েছেন আমজনতা থেকে দীর্ঘকায় সুদর্শন পুরুষটিও। যিনি ৫২ বছর বয়সেও আইটেম গানের পারফরমার। তাকে বলা হয় বলিউডের সেক্স সিম্বল। আগামী মাসের ১০ তারিখে পা রাখছেন ৬২তে। ইতোমধ্যে তার বর্ণাঢ্য জীবন নিয়ে প্রকাশিত হয়েছে বায়োগ্রাফি ‘রেখা- দ্য আনটোল্ড স্টোরি’। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন আর একান্ত অজানা গল্প নিয়ে লেখা হয়েছে এই আনটোল্ড স্টোরি, লিখেছেন ইয়াসির ওসমান। বলার অপেক্ষা রাখেনা যে স্পাসি হট আবেদনময়ী রেখার জীবনী হিট ও হট কেক হবে মুম্বাই নায়িকার এই আত্মজীবনী।
×