ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অন্তরে সালমান শাহ

প্রকাশিত: ০৩:৫৬, ২২ সেপ্টেম্বর ২০১৬

অন্তরে সালমান শাহ

রাজপুত্তরটির নাম সালমান শাহ। হাজার হাজার ভক্তকে কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর থামিয়ে দিলেন তার জীবনরথ। এ বছর এফডিসিতে নায়ক সালমান শাহ স্মরণে উৎসবের আয়োজন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর প্রয়াত এই তারকার ৪৫তম জন্মদিন। এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর কালজয়ী নায়ক সালমানকে স্মরণ করবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা। ঐদিন এফডিসিতে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘সালমান শাহ উৎসব-২০১৬’। বাংলা চলচ্চিত্রের এই স্বপ্নের নায়কের রূপকথার জীবন তুলে ধরেছেন- পান্থ আফজাল বাংলাদেশের চলচ্চিত্রের সর্বকালের আলোচিত ও সুদর্শন নায়ক সালমান শাহ। সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমানই বড়। ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকে পড়ালেখার পাশাপাশি মডেলিং ও অভিনয়ের প্রতি তার দুর্বলতা ছিল। চলচ্চিত্রে আসার আগে মডেলিং করেছেন এবং ছোটপর্দার একাধিক নাটকে অভিনয়ও করেছেন। বাংলা সিনেমা যখন জাফর ইকবালের মৃত্যুর পর সত্যিকারের একজন সুদর্শন নায়কের খরায় ভুগছে তখনি সালমান শাহ আবির্ভূত হলেন। নবাগত নায়িকা মৌসুমীর সঙ্গে প্রথম ছবিতে জুটি বাঁধলেও পরবর্তীতে শাবনূরের সঙ্গে জুটি গড়ে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দেন সালমান। ১৯৯৩ সালের ২৫ মার্চ তার প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত মুক্তির পর মাত্র ৪ বছরের মধ্যেই ২৭টি ছবি করে ফেলেন। সালমান সম্বন্ধে শুধু এটুকু বলা যায়, বাংলাদেশী বাংলা ছবির প্রায় ৫০ বছরের ইতিহাসে সেই প্রাচীন আমলে রহমান এবং নায়করাজ রাজ্জাকের পর সালমানই একমাত্র নায়ক যিনি সর্বমহলে তার গ্রহণযোগ্যতা তৈরি করতে এবং তরুণদের স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। বাংলা ছবির নায়কদের মধ্যে সালমান ছাড়া অন্য কারও ফ্যাশন, স্টাইল লোকে তার আগে বা পরে কখনই তেমন অনুসরণ করেনি। মাত্র সাড়ে তিন থেকে চার বছরের ক্যারিয়ারে সালমান শাহ নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তা আগামীতে ঢালিউডে কেউ স্পর্শ করতে পারবেন কিনা, তাতে সন্দেহ রয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সফল নায়িকা মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে নতুন করে চলচ্চিত্র নির্মাতা-প্রযোজককে তিনিই আশার আলো দেখান। সালমান-মৌসুমী জুটি ভেঙে গেলেও সালমান শাহের জনপ্রিয়তা ম্লান হয়নি। বরং তার পাশে এসে একাধিক নবীন নায়িকা জ্বলে ওঠেছেন। তাদেরই একজন আজকের সুপারস্টার শাবনূর। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে পরিচালক মতিন রহমানের সঙ্গে দেখা হওয়ার পর সালমান তাকে বলেছিলেন, ‘বাবা, আমি ভাল হয়ে গেছি। আগামীকাল থেকে আর কাউকে কষ্ট দেব না। তোমাদের চেষ্টায় আজ আমি ইমন থেকে সালমান। আগামীকালের সকাল হবে সবার জন্য প্রিয় সকাল।‘ ৬ সেপ্টেম্বর সকালে সালমানকে পাওয়া যায় তার রুমের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায়। প্রিয় নায়কের মৃত্যুশোক সহ্য করতে না পেরে বেশ ক’জন ভক্ত আত্মহত্যা করেন।
×