ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবু সুফিয়ান কবির

সাঈদ আহমদ এ্যাবসার্ড নাটকের পুরোধা

প্রকাশিত: ০৩:৫৫, ২২ সেপ্টেম্বর ২০১৬

সাঈদ আহমদ এ্যাবসার্ড নাটকের পুরোধা

সাঈদ আহমদ এ্যাবসার্ড নাটকের পুরোধা। তিনি এই অঞ্চলে এ্যাবসার্ড ধারায় নাটক লিখে বিশ্বসাহিত্যাঙ্গনে নাম কুড়িয়েছেন। এ্যাবসার্ড নাটকের কারণে তিনি পেয়েছেন ফ্রান্সের বর্বোচ্চ পুরস্কার ‘লিডিওন ডি ওনার’ এবং ওয়াশিটংনে অবস্থিত এরেনা থিয়েটারে তারা নামে একটি রো-এর নামকর করা হয়। তাই সাঈদ আহমদের প্রতিভা অবশ্যই আমাদের অহংকারের ও গর্বের বিষয়। কিন্তু বাস্তব হচ্ছে যে সাঈদ আবদ আমাদের কাছে খুব একটা পরিচিত নয়। অথচ বিশ্ব সাহিত্যের অনেক বরেণ্য ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল। তিনি এদেশে নাট্যধারার মানুষদের বিশ্বের বরেণ্য নাট্যকারদের নাটক অনুবাদ করে তা বিটিভিতে প্রচার শুরু করেন এবং তা তাৎক্ষণিকভাবে বেশ জনপ্রিয়তা হয়ছিল। প্রতি মাসে একটি করে নাটক প্রচার করা হতো বিটিভিতে ‘বিশ্ব নাটক শিরোনামে। এখন বিশ্বনাটক প্রচার না হলেও তখনকার দর্শকরা অবশ্যই সাঈদ আহমদের কথা মনে রেখেছেন। লন্ডনে থাকাকালীন স্যামুয়েল বেকেটের নাটক দেখে অ্যাবসার্ড নাট্যধারার প্রতি আকৃষ্ট হন সাঈদ আহমদ। ১৯৫৭ সালে নট আই নামে ইংরেজীতে একটি নাটক লিখলেন। কিন্তু নিজের কাছে ভাল না লাগার কারণে ছিড়ে ফেলেন প্রথম নাটকটি। ষাটের দশকে দিকে লিখলেন এ্যাবসার্ড ধরনের নাটক কালবেলা। প্রথমে ইংরেজীতে দ্য থিং (প্রকাশিত ১৯৬১) পরে বাংলায় (প্রকাশিত ১৯৬২)। করাচীতে সফররত একটি মার্কিন নাট্যদল দ্য থিং মঞ্চস্থ হয়। ঢাকাতে বজলুল করীমের অনুবাদে ও নির্দেশনায় ড্রামা সার্কেল প্রযোজনা হিসেবে ১৯৬২ সালে মঞ্চস্থ হয় কালবেলা। উল্লেখ করা যেতে পারে এ উপমহাদেশে এ্যাবসার্ড ধারার নাটক প্রথম রচনা করেন সাঈদ আহমদ। ১৯৬২-৬৪ সালে রচনা করলেন দ্য মাইলপোস্ট। এটিও প্রথমে ইংরেজীতে পরে বাংলায়। ১৯৬৫ সালে আতাউর রহমানের রূপান্তরে এবং আসকার ইবনে শাইখের নির্দেশনায় সাতরং নাট্যগোষ্ঠী মাইলপোস্ট নাটকটি মঞ্চস্থ হয়। এরপরে প্রথমে বাংলায় তৃষ্ণায় এবং পরে ইংরেজীতে দ্য সারবাইব্যল রচনা করেন। এ্যাবসার্ড রীতি থেকে বেশ অনেকটা সরে এসে ১৯৭৪ সালে রচিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক একদিন প্রতিদিন। বাংলার রাষ্ট্রীয় ইতিহাসের একটি বিশেষ পর্ব নিয়ে ১৯৭৮ থেকে প্রায় ১০ বছর ধরে রচনা করলেন শেষ নবাব। ফ্রেন্স, জার্মান, ইতালিয়ান, উর্দু, পাঞ্জাবি প্রভৃতি ভাষায় তার একাধিক নাটক অনুষ্ঠিত হয়েছে।
×