ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৯

প্রকাশিত: ০৩:৫২, ২২ সেপ্টেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৯

ইন্দোনেশিয়ায় বুধবার ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ১৯। এদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে তল্লাশি চালানোর সময় মৃতদেহগুলো উদ্ধার করে। খবর এএফপির। জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নাগরোহো এক বিবৃতিতে বলেন, ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অঞ্চলের গারুটে বৃষ্টির ফলে বন্যার পানি ২ মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। সুতোপো আরও বলেন, ‘আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে এই প্রাকৃতিক দুর্যোগে ১৬ জনের মৃত্যু ও অপর ৮ জন নিখোঁজ রয়েছে।’ দ্রুত বাড়তে থাকা বন্যার পানিতে ডুবে ৮ মাসের একটি শিশুসহ মোট ৫ শিশু মারা গেছে। এদের সকলের বয়স ১০ বছরের কম। গারুটের স্থানীয় দুর্যোগ সংস্থার একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি এ হতাহতের কথা জানান। বন্যার কারণে ওই অঞ্চলের এক হাজারের বেশি লোককে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। তল্লাশি ও উদ্ধারকারী দলের সদস্যরা তাদের নিকটস্থ জরুরী তাঁবুগুলোতে নিয়ে গেছে। জাভার অন্য একটি স্থান সুমেডাং-এ ভারি বর্ষণের কারণে ভূমিধস সৃষ্টি হয়েছে। এতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও একজন মাটিতে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় ক্লিনিকে বিমান হামলায় ৪ ডাক্তার নিহত চার চিকিৎসকসহ ১৩ জন নিহত ও একজন নার্স গুরুতর আহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার এ তথ্য জানায়। খান তুমান গ্রামের বেইসমেন্টস তিনতলা বিশিষ্ট ক্লিনিকটি স্থানীয় সময় রাত ১১টার দিকে বিমান হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয় এবং ধ্বংসস্তূপের নিচে আরও লাশ পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর ইয়াহুনিউজের। মানবাধিকার সংস্থাটি জানায়, হামলায় ক্লিনিকে কর্মরত নয় বিদ্রোহীও নিহত হয়েছে। ইসলামপন্থী এই জঙ্গীরা আল কায়েদা সংশ্লিষ্ট ফাতেহ আল-শাম ফ্রন্টের সদস্য। খান তুমান-উরম আল-কুবারহ শহরের কাছে অবস্থিত। শহরটিতে সোমবার ত্রাণ বহর ও গুদামঘরে বিমান হামলা হয়। এতে অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হয়।
×