ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠি দূর্গা পুজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

প্রকাশিত: ০০:০৬, ২১ সেপ্টেম্বর ২০১৬

ঝালকাঠি দূর্গা পুজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর ঝালকাঠি জেলায় ১৭৬টি পুজা মন্ডপে পুজা আয়োজনের প্রস্তুতি চলছে। পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে এই সভায় জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহ আলম ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার অতিথি ছিলেন। সভায় অন্যদের মধ্যে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. তপন কুমার রায় চৌধুরী ও সাধারন সম্পাদক তরুন কর্মকার, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আককাস সিকদার, মন্দির পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. তপন সরকার, সাংবাদিক পলাশ রায় ও জিয়াউল হাসান পলাশ প্রমুখ বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলায় ৪৬ টি গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে। সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৫দিনের এই পূজা উৎসবে সকল ধরনের সহযোগিতা পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনের ব্যাপারে সকল মন্দির কমিটি ও সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
×