ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার খালিয়াজুরিতে ‘হাওড় সমাবেশ’ আগামীকাল

প্রকাশিত: ২৩:৩৭, ২১ সেপ্টেম্বর ২০১৬

নেত্রকোনার খালিয়াজুরিতে ‘হাওড় সমাবেশ’ আগামীকাল

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ হাওড়াঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় খালিয়াজুরি উপজেলা সদরের কলেজ মাঠে ‘হাওড় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সহযোগিতায় ‘হাওড় ক্ষেতমজুর আন্দোলন সমন্বয় কমিট’ এ সমাবেশের আয়োজন করেছে। এদিকে সমাবেশ উপলক্ষে আয়োজকরা আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সমাবেশের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা। হাওড় ক্ষেতমজুর আন্দোলন সমন্বয় কমিটির আহ্বায়ক নলিনী কান্ত সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন: কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার বাপ্পী, জেলা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র সরকার প্রমুখ। আয়োজকরা জানান, হাওড় সমাবেশে হাওড়াঞ্চলের ভূমিহীন পরিবারসমূহের মাঝে খাসজমি বন্টন, জলমহালের ইজারা প্রথা বন্ধ করণ, বন্যা নিয়ন্ত্রণ ও ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ, নামমাত্র মূল্যে পল্লী রেশন চালু, যোগাযোগ ও স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং হাওড় উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি তুলে ধরা হবে। হাওড়াঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার লোকজন সমাবেশে যোগ দেবেন।
×