ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে দেবী দূর্গার আগমনে ব্যস্ত মৃৎ শিল্পীরা

প্রকাশিত: ২৩:৩৪, ২১ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজারে দেবী দূর্গার আগমনে ব্যস্ত মৃৎ শিল্পীরা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ক‘দিন পরেই মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার আগমন ঘটবে মর্তলোকে। শুরু হবে ৬ অক্টোবর মহাপঞ্চমী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব। এ উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন পর্যটন শহর কক্সবাজারের মৃৎ শিল্পীরা। পরম যত্নে মুর্তিগুলোতে অবয়ব দিতে দিন রাত কাজ করে যাচ্ছেন তারা। এবারের পূজাকে আরও রঙিন করে তুলতে অপরূপ সুন্দর ভাবে প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। এখন চলছে খড় আর কাঁদা মাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। কিন্তু কঠোর পরিশ্রম করেও সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ ওই মৃৎ মৃৎশিল্পীদের। ইতোমধ্যে অনেকই বাপ-দাদার এ পেশা বদলে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন। তারপরও অনেকে পৈত্রিক পেশা ধরে রাখতে এ কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে। এবার ২৮৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩২টি প্রতিমা ও ১৫৪টি ঘট পূজা। এবার দেবীর আগমন ও প্রস্থান হবে ঘোড়া বাহনে। প্রতিমা তৈরির কারিগরদের পাশাপাশি পূজায় সার্বিক নিরাপত্তা দেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ|
×