ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি প্রথম বর্ষ সম্মান

খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রকাশিত: ০৯:০১, ২১ সেপ্টেম্বর ২০১৬

খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার খ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজ ও বদরুন্নেছা মহিলা কলেজ। খ ইউনিটে দুই হাজার ২৪১টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৪ হাজার ৬০৬ জন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। চ ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১০ হাজার ২৪৩ জন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এ জাতীয় সকল ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়। ব্যাংকে টাকা জমা দেয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৬ হাজার ৪৮৩ জন। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তির দরখাস্ত আহ্বান ॥ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক বছর/দু’বছর মেয়াদী এমএড (সান্ধ্য) কার্যক্রমে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএড (সম্মান) / বিএড/ডিপ-ইন-এড/ ডিপিএড বা সমতুল্য ডিগ্রিপ্রাপ্ত অথবা ২০১৫ সালে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারীরা অথবা মাস্টার ডিগ্রী অথবা যে কোন বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রী প্রাপ্তগণ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১৫ নবেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত সোনালী ব্যাংক হতে ব্যাংকের সকল কার্যদিবস ও নির্ধারিত সময়ে এক হাজার টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পূরণ করে আগামী ১৬ নবেম্বর বিকেল ৫টা পর্যন্ত ইনস্টিটিউটের ১০৫ নং কক্ষে জমা দেয়া যাবে। আগামী ১৮ নবেম্বর সকাল ১০টায় আইইআর ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তির পূর্ণ বিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.du.ac.bd) পাওয়া যাবে।
×