ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানবপাচারকারী চক্রের তিন সদস্য গ্রেফতার, জিম্মি উদ্ধার

প্রকাশিত: ০৮:৪৪, ২১ সেপ্টেম্বর ২০১৬

মানবপাচারকারী চক্রের তিন সদস্য গ্রেফতার, জিম্মি উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)। গ্রেফতারকৃত চক্রের অপর সদস্যদের হাতে মালয়েশিয়ায় জিম্মি থাকা যুবক আবু খায়ের প্রায় এক মাস পর উদ্ধার হয়। সোমবার রাত আটটায় রাজধানীর আগারগাঁও এবং পল্টন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মোঃ আব্দুল হাই (৪২), মনা মিয়া (৩৬) ও শামছু মিয়াকে (৪৬)। পরে তাদের মাধ্যমেই মালয়েশিয়ায় জিম্মি থাকা আবু খায়েরকে (২৪) উদ্ধার করা হয়। আবু খায়েরের পিতার নাম আব্দুস সাত্তার। বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন সাজাপুর গ্রামে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মূলত মানবপাচারকারী চক্রের সদস্য। চক্রটি বাংলাদেশ থেকে টার্গেটকৃত লোকদের মালয়েশিয়ায় পাঠায়। চক্রের বেশকিছু সদস্য মালয়েশিয়ায় অবস্থান করছে। টার্গেটকৃত ব্যক্তিকে মালয়েশিয়ায় পাঠানোর পর সেখানে থাকা চক্রের সদস্যরা তাকে অজ্ঞাত স্থানে রেখে জিম্মি করে। এরপর জিম্মির পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকে। ঢাকায় থাকা চক্রের তিন সদস্য গ্রেফতারের পর তাদের মাধ্যমে কৌশলে আবু খায়েরকে মালয়েশিয়ায় মুক্ত করা হয়। আবু খায়ের সেখানে নিরাপদে রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে।
×