ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বনানীর তিন ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ

প্রকাশিত: ০৮:১৮, ২১ সেপ্টেম্বর ২০১৬

বনানীর তিন ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ একের পর এক ধরা পড়ছে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ। প্রথম শ্রেণীর হাসপাতাল ও ক্লিনিকগুলোর ওষুধের দোকানও ধরা পড়ছে। মঙ্গলবার রাজধানীর বনানী এলাকার তিনটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ এবং ফুড সাপ্লিমেন্ট (খাদ্য সম্পূরক) জব্দ করে ঔষধ প্রশাসন অধিদফতরের অভিযানকারী দল। বনানী এলাকার মেসার্স জাহানারা ফার্মেসি, বিসমিল্লা ফার্মেসি এবং আক্তার ড্রাগ হাজী ফার্মেসিতে অভিযান চালানো হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ শনাক্ত করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে উঠে না। জনস্বার্থের জন্য হুমকি জেনেও একটি অসাধু চক্র মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধের ব্যবসা চালিয়ে আসছে। কয়েকদিন আগেও রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে এমন ওষুধের দোকানের সন্ধান পাওয়া গেছে।
×