ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে ॥ নিশা দেশাই

প্রকাশিত: ০৮:০০, ২১ সেপ্টেম্বর ২০১৬

ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে ॥ নিশা দেশাই

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, তার দেশে আগামী ৮ নবেম্বরের নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে তার কোন প্রভাব পড়বে না। বাংলাদেশের সঙ্গে বর্তমান প্রশাসনের যে সম্পর্ক, নতুন প্রশাসনের সঙ্গেও সেই সম্পর্ক অটুট থাকবে। সোমবার হোটেল ওয়ালডর্ফ এ্যাস্টোরিয়ায় বিজনেস কাউন্সিল অব আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) এর উদ্যোগে আয়োজিত ভোজসভায় বক্তব্য রাখছিলেন নিশা দেশাই। নিশা দেশাই বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফর করে দেশটির উন্নয়ন এবং সামগ্রিক পরিস্থিতি দেখে অভিভূত হয়েছেন। তিনি বলেন, সন্ত্রাস এবং জঙ্গীবাদ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
×