ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৪, ২১ সেপ্টেম্বর ২০১৬

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২১. কোন শাসকের কামানের গায়ে বাংলা লেখা দেখে প্রাবন্ধিক মুগ্ধ হয়েছিলেন? ক) সুবেদার ইসলাম খাঁ খ) ঈসা খাঁ গ) মুসা খাঁ ঘ) আকরাম খাঁ ২২. ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজেকে পরিচয় দিয়েছেন? ক) জর্জ হলওয়েল খ) ওয়াটস গ) মিনচিন ঘ) ক্লেটন ২৩. স্বজনেরা কেন ক্রোধে জ্বলে? ক) আগ্রাসীদের প্রকোপে খ) কবির প্রতি অভিমান করে গ) দেশের স্বাধীনতা আনয়নের জন্য ঘ) অন্যায়ের প্রতিবাদে ২৪. কবিভক্ত কবিকে সম্বোধন করেছেন কী বলে? ক) হে কবি খ) শ্রদ্ধেয় কবি গ) হে বিরহিনী ঘ) হে মহিলা কবি ২৫. মুহাম্মদ জাফর ইকবালের লেখনীর বৈশিষ্ট্য- ক) মননধর্মীতা খ) বৈজ্ঞানিক কলা নির্ভরতা গ) ভাববাদীতা ঘ) বস্তুনিষ্ঠতা ২৬. গ্রামে লেখক কোথায় খানা কেতেন? ক) চকোত্তি মশায়ের বাড়ি খ) প্রতিবেশিনীর বাড়ি গ) মুখুয্যে বাড়ি ঘ) কুড়োমশায়ের বাড়ি ২৭. কবিতায সমস্ত নদীর অশ্রু কোথায় গিয়ে মেশে? ক) ব্রহ্মপুত্রে খ) মেঘনায় গ) পদ্মায় ঘ) সুরমায় ২৮. যুদ্ধে নবাব হেরে গেলে উমিচাঁদকে কত টাকা দেয়ার কথা ছিল? ক) ১০ লাখ টাকা খ) ১ কোটি টাকা গ) ২০ লাখ টাকা ঘ) ৭০ লাখ টাকা ২৯. সৈয়দ ওয়ালীউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? ক) চট্টগ্রামে খ) সিলেটে গ) কিশোরগঞ্জে ঘ) পাবনায় ৩০. ‘গল্পগুচ্ছে’ কতটি গল্প সংকলিত হয়েছে? ক) ৯১ খ) ৯২ গ) ৯৪ ঘ) ৯৫ ৩১. কত ফ্রাঁ দিয়ে চমৎকার গোলাপফুল পাওয়া যায় বলে মসিয়ে বলেছিল? ক) সাত খ) আট গ) নয় ঘ) দশ ৩২. চাষারা কেবল কী উৎপাদন করে বলে লেখিকা উল্লেখ করেছেন? ক) পাট খ) ধান গ) গম ঘ) ডাল ৩৩. শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন? ক) ১৮২৮ সালে খ) ১৯২৮ সালে গ) ১৯২৯ সালে ঘ) ১৮২৯ সালে ৩৪. কৈলেশের মাথার চুল কেমন ছিল? ক) কদমছাঁটা শুষ্ক খ) বাটিছাঁটা রুক্ষ গ) কদমছাঁটা রুক্ষ ঘ) আধাপাকা রুক্ষ ৩৫. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন? ক) ১৮৯০ খ) ১৮৯৫ গ) ১৮৯৯ ঘ) ১৯০৩ ৩৬. মজিদের ডাকের স্বরে সর্বদা কোন বিষয়টি বিদ্যমান? ক) মধু খ) হিংসা গ) করুণা ঘ) প্রভুত্ব ৩৭. রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন? ক) সাহিত্য সাধনার জন্য খ) জমিদারি দেখাশোনার জন্য গ) প্রকৃতির কাছে থাকার জন্য ঘ) মানুষের কাছাকাছি থাকার জন্য ৩৮. ‘সাম্যবাদী’ কবিতায় কীসের গানের কথা বলা হয়েছে? ক) শৈত্রী খ) ভ্রাতৃত্ব গ) স্বাধীনতা ঘ) সাম্য ৩৯. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ধানের গন্ধকে কেমন বলে উল্লেখ করা হয়েছে? ক) মিষ্টি খ) অস্ফুট গ) সতেজ ঘ) মোহময় ৪০. উনিশ শ’ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত কবিতা কোনটি? ক) একটি ফটোগ্রাফ খ) উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ গ) ফেবব্রুয়ারি ১৯৬৯ ঘ) সবকয়টি ৪১. যারা ধান ভানে তাদের কী বলা হয়? ক) বারাণী খ) কিষাণী গ) মজুরানী ঘ) কামারনী ৪২. সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন? ক) ১৯৩৪ খ) ১৯৩৫ গ) ১৯৩৭ ঘ) ১৯৩৮ সঠিক উত্তর ২১. (খ) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (ঘ) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (খ)
×