ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিজের স্থান নিয়ে সতর্ক ধাওয়ান

প্রকাশিত: ০৬:৫৬, ২১ সেপ্টেম্বর ২০১৬

নিজের স্থান নিয়ে সতর্ক ধাওয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজে দলে জায়গা হয়নি শিখর ধাওয়ানের। এরপরই নিজেকে আরও ভাল পারফর্মার হিসেবে দেখার প্রতিজ্ঞা করেন তিনি। দুলীপ ট্রফির ফাইনালের পরই ভারতীয় ক্রিকেটের এই উদ্বোধনী ব্যাটসম্যান জানালেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে জায়গা না পাওয়ার পরই উপলব্ধি করতে পারেন যে তার আরও উন্নতি করা দরকার। এ প্রসঙ্গে ধাওয়ান বলেন, ‘যখন আমি টি২০ সিরিজের দল থেকে বাদ পড়ি তখন অবশ্যই চেয়েছিলাম একাদশে খেলতে। এটা আমাকে খুবই আঘাত করেছিল। কিন্তু সেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম।’ বয়সে ত্রিশকে ছাড়িয়ে গেছেন অনেক আগেই। তবে বয়সকে বাধা মানতে নারাজ এই ওপেনার। বরং ইচ্ছে থাকলেই সবকিছু সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে ধাওয়ান বলেন, ‘এটা আসলে আপনার ইচ্ছের উপর নির্ভরশীল। খেলাটাকে আপনি কেমন ভালবাসেন কিংবা এ নিয়ে আপনার লক্ষ্য কী? ভাল করাটা মূলত তার উপরই নির্ভর করে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ স্কোয়াডে না থাকলেও টেস্ট দলে ছিলেন ধাওয়ান। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। শেষ টেস্টে খেলার সুযোগ হারানোর আগের চার ইনিংসে মাত্র ১৩৮ রান এসেছে তার ব্যাট থেকে। মুরালি বিজয়ের পাশাপাশি এই মুহূর্তে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন লোকেশ রাহুলও। তবে এটাকে ভারতীয় ক্রিকেটের জন্যই ভাল দিক হিসেবে দেখছেন ধাওয়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুটি স্থানের জন্য তিনজনকে লড়াই করতে হবে এ নিয়ে আমি খুবই সচেতন। কিন্তু এতে ভুল কিছুই নেই। তাছাড়া আমি মনে করি এটা ভারতীয় ক্রিকেটের জন্যই ভাল। রাহুল এই মুহূর্তে খুবই ভাল করছে। সে যে শুধু টেস্টে ভাল করছে তা নয় টি২০ ক্রিকেটেও দারুণ খেলছে।’ এদিকে সাম্প্রতিক সময়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সম্পর্কটা ভাল যাচ্ছে না। এমনকি, আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের বিরুদ্ধে এক রকম যুদ্ধই ঘোষণা করে দিয়েছে সংস্থাটি। আর এবার ভারতের ৫০০তম টেস্টের অনুষ্ঠানে আমন্ত্রণ পত্রই পাচ্ছে না আইসিসি কর্মকর্তারা। কানপুরে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেদের ৫০০তম ম্যাচ খেলতে নামছে ভারত। ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখতে বিভিন্ন পরিকল্পনা করছে উত্তর প্রদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশন (ইউপিসিএ)। েেটস্ট শুরুর আগে সাবেক ভারতীয় অধিনায়কদের সংবর্ধনা দেয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। তবে এই অনুষ্ঠানে ভারতীয় বোর্ডের আমন্ত্রণ তালিকা থেকে বাদ পড়তে চলেছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্মকর্তারা। বিসিসিআই সূত্রের খবর আইসিসি সিইও ডেভ রিচার্ডসন তো বটেই, আমন্ত্রণ করা হচ্ছে না আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকেও। যিনি এই কয়েকদিন আগেও ভারতীয় বোর্ডের সভাপতি ছিলেন। কানপুর টেস্টের অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন উত্তর প্রদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাজিব শুক্লা; যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেরও (আইপিএল) চেয়ারম্যান। এ বিষয়ে বিসিসিআই ম্যানেজার (ক্রিকেট অপারেশন্স) এমভি শ্রীধর জানালেন, ‘টসের আগে সাবেক টেস্ট অধিনায়কদের সম্মাননা ও তাদের সম্মানে রাতের খাবার আয়োজন করা হবে। এছাড়াও দর্শকদের জন্য বিশেষ ‘টি-শার্ট’ এর ব্যবস্থা থাকবে।
×