ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্রাদার্সের কাছেও হার শেখ রাসেলের

প্রকাশিত: ০৬:৫৪, ২১ সেপ্টেম্বর ২০১৬

ব্রাদার্সের কাছেও হার শেখ রাসেলের

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্ভাগ্য পিছু ছাড়ছেই না ২০১২-১৩ মৌসুমের লীগ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রের। আবারও হেরেছে পয়েন্ট টেবিলের তলানির দলটি। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে মঙ্গলবার তাদের ৩-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন। নতুন কোচ শফিকুল ইসলাম মানিকও পারলেন না দলকে প্রথম জয় এনে দিতে। রাসেলের অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্যকে এদিনই লীগে প্রথমবারের মতো খেলতে দেখা গেছে। কিন্তু তিনিও জোড়া গোল হজম করেন দুঃস্বপ্নের মতো। ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নঈম উদ্দিন আবারও দলের দায়িত্ব নিয়েই চলতি লীগে ব্রাদার্সকে এনে দিলেন কাক্সিক্ষত জয়। ১১ মিনিটে বক্সের ভেতর ব্রাদার্সের ডিফেন্ডার কৃষ্ণ পদ ফরোয়ার্ড মিঠুন চৌধুরীকে ফাউল করলে পেনাল্টি পায় রাসেল। কিন্তু ক্যামেরুন ডিফেন্ডার জঁ জুলস ইকাঙ্গা পেনাল্টি মিস করেন। তার শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। ১৬ মিনিটে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে নাইজিরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে গোল করে এগিয়ে দেন ব্রাদার্সকে (১-০)। ৩১ মিনিটে ফ্রি কিক পায় ব্রাদার্স। হাইতিয়ান মিডফিল্ডার অগাস্টিন ওয়ালসনের চমৎকার বাঁকানো শট রাসেল গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি (২-০)। ৫৫ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ক্যামেরুন ফরোয়ার্ড পল এমিল যে ক্রস করেন, তা জালে জড়িয়ে ব্যবধান কমান রাসেলের বদলি ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনি (১-২)। ইনজুরি সময়ে (৯০+৩) ওয়ালসন বক্সে ঢুকে আরেকটি গোল করলে জয় নিশ্চিত হয় ব্রাদার্সের (৩-১)। ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ল এনসিএলে স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে দেশের জনপ্রিয় প্রথম শ্রেণীর ক্রিকেট আসর জাতীয় ক্রিকেট লীগের (্এনসিএল) খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। মঙ্গলবার টুর্নামেন্ট কমিটির এক আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ১৮তম এনসিএল। এবার থেকেই এই বর্ধিত ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা। প্রথমত স্তরের ম্যাচ ফি বাড়িয়ে করা হয়েছে ২৫ হাজার টাকা। গত আসরে প্রথম স্তরে থাকা ক্রিকেটাররা ম্যাচ ফি বাবদ পেতেন ২১ হাজার টাকা। অবশ্য প্রথমত স্তরে টাকা বাড়লেও দ্বিতীয় স্তরে থাকা ক্রিকেটারদের ম্যাচ আগে আগের মতোই আছে। গত মৌসুমে তারা ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পেতেন।
×