ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুর্ধ ১৮ এশিয়া কাপ হকি

বাংলাদেশের লক্ষ্য ফাইনালে খেলা

প্রকাশিত: ০৬:৫৩, ২১ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশের লক্ষ্য ফাইনালে খেলা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘অনুর্ধ ১৮ এশিয়া কাপ হকি’র চতুর্থ আসর। সাত দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে টুর্নামেন্টটি। পুল ‘এ’তে রয়েছে ভারত, ওমান ও স্বাগতিক বাংলাদেশ। পুল ‘বি’তে আছে পাকিস্তান, চীন, চাইনিজ তাইপে ও হংকং। মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছে ভারত ও চাইনিজ তাইপে। বাকি দলগুলো আসবে বুধবারের মধ্যেই। উদ্বোধনী দিনে দুপুর ৩টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের খেলা ২৭ সেপ্টেম্বর একই সময়ে ওমানের বিপক্ষে। বাংলাদেশের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) প্রত্যাশাÑ পাকিস্তানকে টপকে ফাইনালে খেলবে বাংলাদেশ। উল্লেখ্য, এই আসরটি ২০১৪ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে নানা কারণে দুবার পেছানোর পর অবশেষে খেলা মাঠে গড়াতে যাচ্ছে। ২০০১ সালে অনুষ্ঠত প্রথম আসরে খেলে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। ২০০৯ ও ১১ সালের আসরে খেলেনি তারা বাংলাদেশ দলের পাশে এসে দাঁড়িয়েছে দেশের বড় কর্পোরেট হাউজ বেক্সিমকো। এবারই প্রথম তারা স্পন্সর করছে হকিতে। তারা শুধু এই টুর্নামেন্টেই নয়, হকির বিভিন্ন ভবিষ্যত পরিকল্পনায়ও পাশে থাকবে ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দুপুরে ফেডারেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের ডিরেক্টর এবং পেট্রোলিয়াম এ্যান্ড এলএনজি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা আজমল কবির। তিনি বলেন, ‘ফেডারেশন আমাদের যে ভবিষ্যত পরিকল্পনা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট, আমরা মনে করি অদূর ভবিষ্যতে হকি পৌঁছাবে সে অবস্থানে যেখানে আজ ক্রিকেট অবস্থান করছে, আমরা হকির পাশে আছি।’ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতঊল্লাহ বলেন, ‘ভারতকে এগিয়েই রাখছি শক্তির নিরিখে। তবে বয়সভিত্তিক পর্যায়ে পকিস্তানকে টপকে ফাইনালে যাওয়ার আশা করি আমরা, দল গত দুই মাস বিকেএসপিতে কঠোর অনুশীলন করছে। আজই (মঙ্গলবার) ঢাকায় ফিরে তারা শিফট করবে স্টেডিয়ামের ডরমেটরিতে। বাংলাদেশ দলে আছেন জাতীয় দলে খেলা চার খেলোয়াড়। এরা হলেনÑ উইঙ্গার রোমান সরকার, ডিফেন্ডার ও ড্রাগ এ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলাম, মিডফিল্ডার ফজলে হোসেন রাব্বি ও ফরোয়ার্ড আরশাদ হোসেন। বাহফের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের প্রত্যাশা টুর্নামেন্টটি ফেরাবে হকির আমেজ, ‘ভারত, পাকিস্তান, চীন ও ওমান খেলছে টুর্নামেন্টে, আগামীর তারকাদের সঙ্গে দেশের ভবিষ্যত তারকাদের সম্মিলন এটি, আশা করি আমরা মাঠে ও মাঠের বাইরে সফল হব।’
×