ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

থাকছে না তিনজনের সংক্ষিপ্ত তালিকা

প্রকাশিত: ০৬:৫২, ২১ সেপ্টেম্বর ২০১৬

থাকছে না তিনজনের সংক্ষিপ্ত তালিকা

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা বর্ষসেরা আর ব্যালন ডি’অর একসঙ্গে থাকছে না এটা জানা গিয়েছিল দিনকয়েক আগেই। ফ্রান্স ফুটবল ফিফার সঙ্গে চুক্তি নবায়ন না করায় পুরস্কার দুটি আগের মতো আলাদা হয়ে যাচ্ছে। মঙ্গলবার ফরাসী সাময়িকী ফ্রান্স ফুটবল আলাদা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সেই সঙ্গে নিয়ম কানুনেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশ্বের সেরা ফুটবলারের মর্যাদার পুরস্কার দেয়া ফরাসী সাময়িকী ফ্রান্স ফুটবল জানিয়েছে, সংক্ষিপ্ত তিন জনের তালিকা আর ঘোষণা করা হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০ খেলোয়াড়ের মধ্যে থেকেই বর্ষসেরা ফুটবলার বেছে নেয়া হবে। আগেরবার সংক্ষিপ্ত তালিকা ছিল ২৩ জনের। তখন এর নাম ছিল ফিফা ব্যালন ডি’অর। এখন থেকে ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা হবে ৩০ জনের। পুরস্কার দেয়ার আগে তিনজনের যে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হতো, এখন থেকে তা আর করা হবে না। ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সেরা খেলোয়াড় বাছাই করবে আগের মতোই আন্তর্জাতিক সাংবাদিকদের একটি দল। ফিফা সদস্য দেশগুলোর জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও কোচের ভোট দেয়ার বিষয়টি আর থাকছে না। বিজয়ী এবং তার পরের অবস্থানগুলো বছর শেষ হওয়ার আগেই জানা যাবে। ফিফা ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হতো প্রতি বছরের জানুয়ারি মাসে। গত আট বছর ‘ফিফা ব্যালন ডি’অর’ অথবা আলাদাভাবে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর পুরস্কার ভাগাভাগি করে নেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর মধ্যে বার্সিলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড জেতেন পাঁচবার। আর রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার জেতেন তিনবার। এই দুজনের বাইরে সবশেষ পুরস্কার জিতেছিলেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাকা। ২০০৭ সালে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন তিনি। ২০১০ সাল থেকে ‘ব্যালন ডি’অর’ ও ‘ফিফা বর্ষসেরা’ একীভূত করে দেয়া হচ্ছিল ‘ফিফা ব্যালন ডি’অর’ এ্যাওয়ার্ড। কিন্তু মাত্র ছয় বছর একসঙ্গে এ পুরস্কার দেয়ার পর আবারও আগের মতো আলাদা হয়ে যাচ্ছে পুরস্কারটি। ১৯৫৬ সাল থেকে শুরু হয় ব্যালন ডি’অর। আর ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার এ্যাওয়ার্ড চালু হয় ১৯৯১ সালে। এরপর ২০০৯ সাল পর্যন্ত দুটি পুরস্কার আলাদাভাবে দেয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই দেখা যেত একই ব্যক্তির হাতে উঠে দুটি পুরস্কার। যে কারণে ২০১০ সাল থেকে এক চুক্তির মধ্য দিয়ে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা একীভূত করা হয়। সেই থেকেই ফিফা ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে আসছিল ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন ও ফিফা। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আবারও তা আলাদা হয়ে যাচ্ছে। যখন ফিফা ও ফ্রেঞ্চ ফুটবল কর্তাদের মধ্যে চুক্তি হয় তখন ফিফার সভাপতি ছিলেন সেপ ব্লাটার। ভাল সম্পর্কের কারণেই চুক্তিটি হয়েছিল। কিন্তু দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়ে ব্লাটার এখন আর ফিফায় নেই। তার জায়গায় এসেছেন নতুন সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো। কিন্তু এই সুইসের সঙ্গে শুরু থেকেই সম্পর্ক ভাল না ফ্রেঞ্চ ফুটবলের। যে কারণে চুক্তিটা আর নবায়ন হয়নি। তাই তো ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর আবারও ভিন্ন পথে বেঁকে গেছে।
×